গার্মেন্টস শ্রমিক মোরা

লিখেছেন লিখেছেন বুলেট ২৭ এপ্রিল, ২০১৩, ১০:০৪:১১ সকাল

যে আকাশ মুক্ত উদার খোলা নীল,

যে বাতাস বাচিয়ে রাখে সব আশার শংখচিল

যে মানুষ হাতটি ধরে বাচতে শেখায়

যে মাটি বুকের উপর হাটতে শেখায়

কোথায় আজ সেসব বন্ধু দেখব কাকে

কংক্রিটের নিচে এখন মরছি ধুকে

দু’মুঠো ভাতের লাগি জীবন মোদের, তুচ্ছ করে ফিরেছি সওদা

নয়ত মানুষ মোরা

গার্মেন্টস শ্রমিক যারা।



বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File