কি হবে পোশাক খাতের ? Skull

লিখেছেন লিখেছেন সচেতন মুসলিম সমাজ বাংলাদেশ ২৭ এপ্রিল, ২০১৩, ১০:০১:২২ সকাল

Skull, আমার দেশ আমার অহংকার, মুক্তিযুদ্ধও দেখিনি মুক্তি ও দেখিনি! শুনেছি মুক্তিযুদ্ধ হয়েছিল আর শুনি মুক্তি হবে। এক সময় ভাবতাম দেশ একটু একটু করে আগালেও এক সময় তা একটা বড় রুপ নেবে। কিন্তু এখন দেখি, দেশ একটু একটু করে ধ্বংস হচ্ছে, সম্ববত নিছু খাদক চায় একটু একটু করে দেশটা খেয়ে ফেলতে।

দেশের প্রধন রপ্তনি আয় হয় পোশাক খাতে কিন্তু কি অবহেলা দেখুন..... আজ ওদের জোগসাজসে পোশাক খাত ধ্বংসের দিকে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন দোষিদের ফাসী দিন যেন আর কখনো এমন করার সাহস কেউ না পায়...

বিষয়: বিবিধ

৯৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File