দু'মুঠো ভাতের জন্য

লিখেছেন লিখেছেন বুলেট ২৭ এপ্রিল, ২০১৩, ০৭:৩৯:৩৭ সকাল

দুচোখ বুজতে পারিনা আমি, মেলতেও ভারি কষ্ট

শরীরটা অবশ হয়ে আছে, জানিনা এর নাম বেচে থাকা না মরা।

দু’মুঠো ভাতের জন্য আমরা কি-না করি,

সেই ঘড়িতে সকাল আটটার কাঁটা ছুঁইছুঁই করতে না করতেই ঢুকতাম রানা প্লাজায়,

আর বেরোতাম রাত নয়টায়, শুধু দু’মুঠো ভাতের জন্য

গ্রামে অসুস্থ বাবা-মা, ছোট ভাইটির পড়ালেখা এসব করতে গিয়ে নিজের জীবনটাকে

কখনো আলাদা করে দেখার সময় পেতামনা।

বয়স ত্রিশ পেরিয়েছে সেই কবে! প্রথম স্বামীর বিচ্ছেদের পর আর

বিবাহ করার ইচ্ছা জাগেনি।

এত কিছু ভাবতে ভাবতে আবার পিঠে-বুকে না,না সারা শরীরে অসহ্য যন্ত্রণা

জানিনা এখান থেকে আর বের হ’তে পারব কিনা।

বাইরে প্রচুর মানুষ কথা বলছে, কেউ কি আসবে এদিকে ? আমাকে বাচাতে

আমি বাচতে চাই! আমি বাচতে চাই!

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File