ইন্ডিয়া উপকার করেই যাচ্ছে

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৩ জুলাই, ২০১৬, ১১:০৩:০৪ রাত



[img] ইন্ডিয়ার উপকার করেই যাচ্ছে,দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন ইন্ডিয়া । গতকাল গুলশাল হামলায় সার্বিক সহযোগিতার করার জন্য প্রস্তুত ভারত । ইন্ডিয়া বাংলাদেশে স্পেশাল ফোর্স পাঠাচ্ছে এমন খবর শুনেছেন অনেকে।বন্ধু রাষ্ট্র হিসাবে তড়িৎ গতিতে না চায়তেই দিতে প্রস্তুত এমন প্রতিবেশী রাষ্ট্র পাওয়া ভাগ্যের বেপার, ভেবে ছিলাম সীমান্তে কাঁটা তারের বেড়ার মাধ্যমে বাংলাদেশ আর কিছু না হলেও আই এস ভারতকে ডিঙ্গিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেনা ।কারণ যেখানে সীমান্তে কথিত গুরু পাচারের নামে মানুষ হত্যা করা হয় সেখানে আই এসও মুক্তি পাবেনা ।এত বড় দেশ ভারত, এত বিশাল কাঁটাতারের বেড়া এর পরেও জঙ্গি গুষ্টি কিভাবে ভারতকে নিরাপদ ভেবে বাংলাদেশে প্রবেশ করলো তা দাদাদেরই ভালো জানার কথা ।এই দায়ভার দাদাদেরই নিতে হবে ।দাদাদের উপছে পড়া দরদ দেখে আমারদের সেই দিনের কথা খুব বেশি মনে পড়ে ২০০৭ সালের ১৫ নভেম্বের সেই সিডরের কথা। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় দেশের ৩১ জেলার বসতবাড়ি গুরু বাছুর মানুষ ।১৫ নভেম্বের সিডরের ক্ষয়ক্ষতি সামলানো যা সরকারের পক্ষে ছিল অসম্ভব । আশ্রয়হীন হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ । বাংলাদেশে দেখাদেয় খাদ্য সঙ্কট, সেই দিন দাদা বাবুদের একটুও দয়া হয়নি । সিডরের কয়েক দিনের মাথায় ভারতের অর্থ মন্ত্রী পুনবমুখাজী ৫ লক্ষ টন চাল দিতে প্রতিশ্রতিদেন যা আজও বাস্তবায়ন করেননি । আজ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ চাল রপ্তানিও হচ্ছে । বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী এগুলো আমাদের গর্ব অযথায় নাক না গলিয়ে কোন সুপরামর্শ প্রদান করলে তা বাংলাদেশ সরকার ভেবে দেখবে ।আশা করব আমাদের সরকার ভারতের কাছে নতুজানি না হয়ে নিজ উদ্রমে সামনের দিকে অগ্রসর হবে ।

বিষয়: রাজনীতি

১৪৫৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373859
০৩ জুলাই ২০১৬ রাত ১১:৩৪
বাকপ্রবাস লিখেছেন : পঁচা গম এসেছিল সম্ভবত
০৪ জুলাই ২০১৬ রাত ১২:০৩
310240
আব্দুল গাফফার লিখেছেন : আমার জানা নেই হাবিব ভাই, পচা গম কামরুলের সময় আসলো বুঝি তাও আবার ব্রাজিল নাকি ভিয়েতনাম থেকে ।Love Struck
373863
০৪ জুলাই ২০১৬ রাত ১২:১১
সত্যের বিজয় লিখেছেন : দাদা নিয়ে বেশি কিচু কইলে গুম অই যাইবেন Happy
০৪ জুলাই ২০১৬ রাত ০১:০৬
310246
আব্দুল গাফফার লিখেছেন : আল্লাহু আল্লেম ,যা সত্য তা বলা উচিৎ । ধন্যবাদ নিন Good Luck Good Luck
373869
০৪ জুলাই ২০১৬ রাত ১২:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাদা রাজ চক্রবর্তি হওয়ার ইচ্ছায় আছেন!!!
আর আমরা উনার প্রজা তো হয়েই গেছি।
০৪ জুলাই ২০১৬ রাত ০১:২৬
310248
আব্দুল গাফফার লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
373899
০৪ জুলাই ২০১৬ রাত ০১:৫৭
ক্রুসেড বিজেতা লিখেছেন : Raw সব কিছু হুনতাছে কিন্তু,,, খবরদার রোজাদারেরা বেশি কথা বলতে নেই,, Don't Tell Anyone
০৪ জুলাই ২০১৬ রাত ০৩:০৬
310265
আব্দুল গাফফার লিখেছেন : Tongue Tongue Tongue Good Luck Good Luck Good Luck
373923
০৪ জুলাই ২০১৬ সকাল ১১:২০
হতভাগা লিখেছেন : বাংলাদেশকে স্বাধীনতা পাইয়ে দিয়েছে - এই এক কাহিনী গিলিয়ে উনারা আমাদের কাছ থেকে সব কিছু নিয়ে নেন
২০ নভেম্বর ২০১৮ রাত ১২:১৮
318098
আব্দুল গাফফার লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File