ইন্ডিয়া উপকার করেই যাচ্ছে
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৩ জুলাই, ২০১৬, ১১:০৩:০৪ রাত
[img] ইন্ডিয়ার উপকার করেই যাচ্ছে,দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন ইন্ডিয়া । গতকাল গুলশাল হামলায় সার্বিক সহযোগিতার করার জন্য প্রস্তুত ভারত । ইন্ডিয়া বাংলাদেশে স্পেশাল ফোর্স পাঠাচ্ছে এমন খবর শুনেছেন অনেকে।বন্ধু রাষ্ট্র হিসাবে তড়িৎ গতিতে না চায়তেই দিতে প্রস্তুত এমন প্রতিবেশী রাষ্ট্র পাওয়া ভাগ্যের বেপার, ভেবে ছিলাম সীমান্তে কাঁটা তারের বেড়ার মাধ্যমে বাংলাদেশ আর কিছু না হলেও আই এস ভারতকে ডিঙ্গিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবেনা ।কারণ যেখানে সীমান্তে কথিত গুরু পাচারের নামে মানুষ হত্যা করা হয় সেখানে আই এসও মুক্তি পাবেনা ।এত বড় দেশ ভারত, এত বিশাল কাঁটাতারের বেড়া এর পরেও জঙ্গি গুষ্টি কিভাবে ভারতকে নিরাপদ ভেবে বাংলাদেশে প্রবেশ করলো তা দাদাদেরই ভালো জানার কথা ।এই দায়ভার দাদাদেরই নিতে হবে ।দাদাদের উপছে পড়া দরদ দেখে আমারদের সেই দিনের কথা খুব বেশি মনে পড়ে ২০০৭ সালের ১৫ নভেম্বের সেই সিডরের কথা। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় দেশের ৩১ জেলার বসতবাড়ি গুরু বাছুর মানুষ ।১৫ নভেম্বের সিডরের ক্ষয়ক্ষতি সামলানো যা সরকারের পক্ষে ছিল অসম্ভব । আশ্রয়হীন হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ । বাংলাদেশে দেখাদেয় খাদ্য সঙ্কট, সেই দিন দাদা বাবুদের একটুও দয়া হয়নি । সিডরের কয়েক দিনের মাথায় ভারতের অর্থ মন্ত্রী পুনবমুখাজী ৫ লক্ষ টন চাল দিতে প্রতিশ্রতিদেন যা আজও বাস্তবায়ন করেননি । আজ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ চাল রপ্তানিও হচ্ছে । বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী এগুলো আমাদের গর্ব অযথায় নাক না গলিয়ে কোন সুপরামর্শ প্রদান করলে তা বাংলাদেশ সরকার ভেবে দেখবে ।আশা করব আমাদের সরকার ভারতের কাছে নতুজানি না হয়ে নিজ উদ্রমে সামনের দিকে অগ্রসর হবে ।
বিষয়: রাজনীতি
১৪৫৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আমরা উনার প্রজা তো হয়েই গেছি।
মন্তব্য করতে লগইন করুন