ফেসবুক বন্ধে আইনশৃঙ্খলার অবনতি না উন্নতি !!
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১২ ডিসেম্বর, ২০১৫, ১২:১৮:৩৪ রাত
অনেক নাটকীতায় অবশেষে ২২ দিন পর ফেসবুক উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। এত দিন বন্ধ করা ও রাখার কারণ হিসাবে নিরাপত্তাজনিত স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে এ নির্দেশনা জারি করা হয়।সরকারের সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তকে প্রথমে অনেকেই স্বাগত জানালেও দীর্ঘ সময় বন্ধ থাকায় জনজীবনে এর প্রভাব পড়তে শুরু করে ।মন্ত্রীদের বক্তব্য নিরাপত্তার উন্নতি সাপেক্ষে ফেসবুক খোলা হবে কিনা তার নির্ভর করবে । অনেক দিন দরবার শেষে সামাজিক মাধ্যম ফেসবুক খোলা হলেও নিরাপত্তাজনিত যে কারন দেখিয়ে বন্ধ রাখা হল এত দিন। দৃশ্যমান আইনশৃঙ্খলার উন্নতি তা আজও হয়নি । উল্লেখ্য ১০ ডিসেম্বর বৃহস্পতি বার ভোরে রাত্রে আড়াইহাজার উপজেলার সাত গ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে হাজী গফুর ভুইয়ার চাউলের দোকানে ডাকাতি করার সময় ঘটনার স্থলে ৭ জন হাস্পাতালে নেবার পর একজনের মৃত্যু হয় । এছাড়াও প্রতি নিয়ত কাঙ্ক্ষিত –অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঘটেই চলছে । এসব কিছু সরকারের আইনশৃঙ্খলার বাহিনীর আন্তরিকতা বিষয়টি প্রশ্ন দেখা দিয়েছে । অপমৃত্যু কোন ভাবেই কাম্য নয় ।দেশের আইনের শাসনের অভাবেই দিনে দিনে মানুষ হিংস্রতর হচ্ছে, যা ভবিষ্যতে আরো প্রকট হবে ।
দেশে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে হতুরা রয়ে যাচ্ছে ধরা ছুয়ার বাহিরে । ধনী গরিবের তফাৎ ক্রমেই বাড়ছে। দেশে বিনিয়োগ হচ্ছেনা ।
কর্মহীন মানুষ গুলো ক্রমেই জীবিকার তাগিতে অসৎ পথ বেছে নিচ্ছে আর লাশ হয়ে ঘরে ফিরছে । এসব অপরাধ আইন করেও নিয়ন্ত্রণ করা সম্ভব না । মানুষের জীবনমানের উন্নতি ও আইনের যথাযত প্রয়োগই পারে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে ।
বিষয়: রাজনীতি
১৩০১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন