ফেসবুক বন্ধে আইনশৃঙ্খলার অবনতি না উন্নতি !!

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১২ ডিসেম্বর, ২০১৫, ১২:১৮:৩৪ রাত



অনেক নাটকীতায় অবশেষে ২২ দিন পর ফেসবুক উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। এত দিন বন্ধ করা ও রাখার কারণ হিসাবে নিরাপত্তাজনিত স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে এ নির্দেশনা জারি করা হয়।সরকারের সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তকে প্রথমে অনেকেই স্বাগত জানালেও দীর্ঘ সময় বন্ধ থাকায় জনজীবনে এর প্রভাব পড়তে শুরু করে ।মন্ত্রীদের বক্তব্য নিরাপত্তার উন্নতি সাপেক্ষে ফেসবুক খোলা হবে কিনা তার নির্ভর করবে । অনেক দিন দরবার শেষে সামাজিক মাধ্যম ফেসবুক খোলা হলেও নিরাপত্তাজনিত যে কারন দেখিয়ে বন্ধ রাখা হল এত দিন। দৃশ্যমান আইনশৃঙ্খলার উন্নতি তা আজও হয়নি । উল্লেখ্য ১০ ডিসেম্বর বৃহস্পতি বার ভোরে রাত্রে আড়াইহাজার উপজেলার সাত গ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে হাজী গফুর ভুইয়ার চাউলের দোকানে ডাকাতি করার সময় ঘটনার স্থলে ৭ জন হাস্পাতালে নেবার পর একজনের মৃত্যু হয় । এছাড়াও প্রতি নিয়ত কাঙ্ক্ষিত –অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঘটেই চলছে । এসব কিছু সরকারের আইনশৃঙ্খলার বাহিনীর আন্তরিকতা বিষয়টি প্রশ্ন দেখা দিয়েছে । অপমৃত্যু কোন ভাবেই কাম্য নয় ।দেশের আইনের শাসনের অভাবেই দিনে দিনে মানুষ হিংস্রতর হচ্ছে, যা ভবিষ্যতে আরো প্রকট হবে ।

দেশে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে হতুরা রয়ে যাচ্ছে ধরা ছুয়ার বাহিরে । ধনী গরিবের তফাৎ ক্রমেই বাড়ছে। দেশে বিনিয়োগ হচ্ছেনা ।

কর্মহীন মানুষ গুলো ক্রমেই জীবিকার তাগিতে অসৎ পথ বেছে নিচ্ছে আর লাশ হয়ে ঘরে ফিরছে । এসব অপরাধ আইন করেও নিয়ন্ত্রণ করা সম্ভব না । মানুষের জীবনমানের উন্নতি ও আইনের যথাযত প্রয়োগই পারে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে ।

বিষয়: রাজনীতি

১৩০১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353553
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সম্ভবত এটাই তাদের চোখে উন্নতির লক্ষন!!
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০১:২০
293536
আব্দুল গাফফার লিখেছেন : ঠিক বলেছেন জয় বাবাজী উপযুক্ত মনে করেছেন বলে খুলে দেওয়া হয়েছে।নারায়ণগঞ্জে ৭ /৮ জন এক সাথে খুন না হলে বেমানান লাগে সে জন্যই পুনররায় ৭ এর পর এবার ৮ জন খুন হলেন। ফেসবুক বন্ধ ছিল ভালোই ছিল খুনখারাবির খবর কেউ জানতে পারত না।
353586
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০২:১৮
আফরা লিখেছেন : ছবি গুলো দেখে ভয় লাগছে !!
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৫৫
293548
আব্দুল গাফফার লিখেছেন : আমারও এক সময় ভয় করত এখন আর করেনা এমন ছবি দেখে অভ্যস্ত হয়ে গেছে ।শুভকামনা আফ্রুম্নির জন্য Good Luck Good Luck Good Luck Good Luck
353666
১২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০৩
হতভাগা লিখেছেন : আড়াই হাজারের হাজার খানেক অজ্ঞাতনামাকে আসামী করে মামলা সাজিয়েছে পুলিশ ভায়ারা
১২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৯
293642
আব্দুল গাফফার লিখেছেন : সাবাস!পুলিশের ইনকামের একটা পথ হয়েছে।ধন্যবাদ শ্রদ্ধেয় হতভাগা ভাইয়া
353706
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২৮
আবু জান্নাত লিখেছেন : সবই ধন্ধা করার পথ। দেশ রসাতলে যাক তাতে কি! সরকারের গদি ঠিক থাকলেই হয়।
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৫১
293812
আব্দুল গাফফার লিখেছেন : ঠিক! সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শরিফ ভাইয়া Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File