@@ও নানী ওনানী....@@

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৩ অক্টোবর, ২০১৫, ০২:০২:০৩ রাত



ও নানী ও নানী ও নানী

তুমি ভুইলা গেছনি !

নানা আছে বইলা

তুমি ভুইলা গেছনি!

নানা যখন থাকব না

ভাইবা দেখছনি?

নানা যখন ছিলনা

ভাইবা দেখছনি!

এই বুক চিরে যদি

দেখানো যেত !

তুমি আমার ওগো

কতটা প্রিয়!

ভালবাসা দিতে নিতে

কাছে ডাকতে !

আনন্দময় হত এই ধরণী ।

সাদা কাপড় পড়ার আগে

আসো আমার ঘরে

ভালবাসা দিব তোমায়

সারা জীবন ভরে !

সব কিছুতে সুখে থাকবা

হইয়া রাজ-রানী ।

ও নানী ও নানী ও নানী ...

বিষয়: সাহিত্য

২১৯৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345472
১৩ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৮
অবাক মুসাফীর লিখেছেন : সারছে... নানীর মাথায় দেখি লাল ফুল গোঁজা...!
১৩ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৬
286729
আব্দুল গাফফার লিখেছেন :

কানেও কিন্তু ঝুলছে
ঝুমকা সোনার দুল! Good Luck Good Luck
345489
১৩ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪০
নাবিক লিখেছেন : ওহহ, আপনার মতলবখানা তো বেশি ভালো ঠেকছে না।
১৩ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৭
286730
আব্দুল গাফফার লিখেছেন :
হাহা তাই!
হাতে চুরি,কানে দুল
কালো কেশে,খুপায় ফুল
হেলে-দুলে চলন-ফেলন
দেখেই আমার মাথা ফিট!
Tongue Tongue


345495
১৩ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নানিরে নিয়া কেন এত টানাটানি!
১৩ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৬
286734
আব্দুল গাফফার লিখেছেন : এক হাতে কি তালি বাজে?সুতরাং আমি যে নানীকে নিয়া টানাটানি করছি এটা প্রমাণিত নয় ।Tongue Tongue
নানী আমি তোমাকে ভালবাসি
বন্ধুরা শুনে করে হাসা-হাসি
বন্ধুরা বলে করি নাকি পাগলামি!
কি এমন মায়ায় বেধেছ আমায়
দিনে-দিনে বাড়ে আরো মাতলামি ।Good Luck Good Luck Good Luck
345499
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৮
আবু জান্নাত লিখেছেন : আর পাইলেন না ভাই! বুড়ি নানিকে নিয়ে এত কাহিনী।
১৪ অক্টোবর ২০১৫ রাত ১২:১১
286736
আব্দুল গাফফার লিখেছেন :
নানী আমার জোয়ান বুড়ি
যতই বলেন ভাই
এমন নানী কয়জনের
ভাগ্য থাকা চাই!
আমার নানী বুড়া হলেও
হাতে পড়েন চুরি
কালো কেশে খুপায় ফুল
হাসিতে নাই জুড়ি!
নানী যখন সাজতে গিয়ে
রঙ্গিন শাড়িটা পড়ে!
ঠৌট রাঙ্গিয়ে!কানের দুল
যখন নড়ে চড়ে!
এসব দেখে নানীর প্রেমে
গেলেম যে মজে! Tongue Tongue Tongue Tongue Tongue

১৪ অক্টোবর ২০১৫ রাত ০১:০০
286742
আবু জান্নাত লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
345500
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১২
দ্য স্লেভ লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো
১৪ অক্টোবর ২০১৫ রাত ১২:১২
286737
আব্দুল গাফফার লিখেছেন : অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
345502
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫১
আফরা লিখেছেন : নানা যদি জানে তাইলে কিনতু ভাবীকে ভাগাই নিবে তখন কিনতু ভাইয়া আপনার আম ছালা দুটুই যাবে ।
১৪ অক্টোবর ২০১৫ রাত ১২:১৮
286738
আব্দুল গাফফার লিখেছেন :

নিজ বউকে কন্টলে
রাখতে পারেনা যে নানা
সে আবার কি করে
নাতির বউকে দেয় হানা!
Rolling on the Floor Rolling on the Floor
345507
১৩ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : 200 + বলার কথা আজ বলিব নাহ্।
১৪ অক্টোবর ২০১৫ রাত ১২:২০
286739
আব্দুল গাফফার লিখেছেন : হাহা ভাইজান 200 +মানে কি এতদিন জানতাম ১৮+ Rolling on the Floor Rolling on the Floor ধন্যবাদ জানবেন Good Luck
348346
০৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
মোঃজুলফিকার আলী লিখেছেন : নানীর কাহানী পড়ে খুব ভাল লাগলো।
২৪ নভেম্বর ২০১৫ রাত ০২:৩৫
291457
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় জুলফিকার ভাইয়া Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File