@@ মানুষের কষ্টে আনন্দ@@

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৫ অক্টোবর, ২০১৫, ১১:০১:৩৯ সকাল



মানুষের কষ্টে আনন্দ!!

মানুষের জন্য না

নিত্য সব থাকুক ভালো

করি এই কামনা !

আমি কেন কারো দুঃখে

সুখ খুঁজে নিব ?

সুখ-দুঃখ প্রভুর দয়া

তার কাছেই চাব!

অন্যের দুঃখে যারা

নিজের সুখ খুঁজে

জীবন তাদের মুরিচিকা

থাকুক যত মজে !

বিষয়: সাহিত্য

১২৫৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344489
০৫ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫১
নাবিক লিখেছেন : ভালো লাগলো
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১০
285826
আব্দুল গাফফার লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেGood Luck
344491
০৫ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুখ নামের মরিচিকার পেচনে ছুটিতে গিয়ে অন্যের সুখ খেড়ে নেয়ার প্রতিযোগিতা চলছে সমাজে....! আল্লাহ সবাইকে বুঝ দান করুন, আমিন।
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১১
285827
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ বলেছেন, ধন্যবাদ জানবেন Good Luck Good Luck
344494
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ যদি স্বভাবে অমানুষ হয় তবে তার কষ্টে আনন্দ এমনি চলে আসে যে!!
০৬ অক্টোবর ২০১৫ রাত ০১:৫০
285924
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর বলেছেন ভাইয়া,যারা অকৃতজ্ঞ যাদের মনে আল্লাহ মহর মেরে দিয়েছেন তারাই মানুষের কষ্টে আনন্দ করতে পারে। ধন্যবাদ জানবেন Good Luck Good Luck
344512
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১৫
আফরা লিখেছেন : আমি কারো কষ্টে আনন্দ পাই না । ইচ্ছা করে তার কষ্ট টুকু যদি কোন ভাবে দুর করতে পার‍্যতাম ।

কারু সুখ দেখলে খুব ভাল লাগে যদি ঐ সময় আমার মন খারাপ ও থাকে ।

ধন্যবাদ ভাইয়া ।
০৬ অক্টোবর ২০১৫ রাত ০২:০৫
285925
আব্দুল গাফফার লিখেছেন : শেষের লাইনটির সাথে একমত,কয়েক সপ্তাহে আগে আমার প্রিয় একজন অন্যজনের এত টাকা এটা এটা করছে !উত্তরে বলেছিলাম আল্লাহ উনাকে দিয়েছেন আমাকেও যেনও দেন আল্লাহর ভাণ্ডারে কোন অভাব নেই ।সঠিক পথে চেষ্টা করতে হবে অন্যের ভালো কিছু দেখে অনেকেই হায়হুতাস করেন । এরকম লোক প্রতি সমাজেই আছে । আল্লাহ সবাইকে হেদায়েত দিন । আফ্রাম্নিকে অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File