@@ মানুষের কষ্টে আনন্দ@@
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৫ অক্টোবর, ২০১৫, ১১:০১:৩৯ সকাল
মানুষের কষ্টে আনন্দ!!
মানুষের জন্য না
নিত্য সব থাকুক ভালো
করি এই কামনা !
আমি কেন কারো দুঃখে
সুখ খুঁজে নিব ?
সুখ-দুঃখ প্রভুর দয়া
তার কাছেই চাব!
অন্যের দুঃখে যারা
নিজের সুখ খুঁজে
জীবন তাদের মুরিচিকা
থাকুক যত মজে !
বিষয়: সাহিত্য
১২৫৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারু সুখ দেখলে খুব ভাল লাগে যদি ঐ সময় আমার মন খারাপ ও থাকে ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন