@@ ঈদ মানে আনন্দ@@
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৪:১৯ রাত
ঈদ মানে আনন্দ !
ঈদ মানে খুশি !
নতুন জামা গায়ে
কত মাতামাতি !
নিয়েছ কি তোমার পাশে
ওই ছেলেটার খোঁজ !
যে ছেলেটা অনাহারে
কাঁদত রোজ রোজ !
একবারও কি নিয়েছ ?
ঈদের দিনে যারা
এতিম বলে অনাদরে
কাটে সারা বেলা !
একবারও কি ভেবেছ ?
ঈদের দিনে শেষে
এই দিনটা বছর ঘুরে
বারে বারে কেন আসে !
ঈদ মানে নয় তো
পশু কুরবানি ।
ঈদ হলো সকলের
হও গরীব- ধনী
এই ঈদে কি পারিনা ,
আমরা সবাই !!
কুরবানির নামে মনের
পশুত্বকে জবাই
বিষয়: সাহিত্য
১২৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান জানাই!!
কালকে তো ফাটিয়ে দিয়েছেন, অনেক ভালো লেগেছে আপনার ফারফরমেন্স।
ঈদকে নিয়ে।
শুভেচ্ছা থাকলো।
মন্তব্য করতে লগইন করুন