@@বকাটে আফজাল @@

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৩:১০ দুপুর



ছেলেদের একটা বয়স আসে, যে বয়সে ছেলেরা খুবি আবেগি হয় , জীবন সঙ্গীকে নিয়ে ভাবনা প্রবল হয় । অবিবাহিত কুমারী যাকেই দেখে তাকেই পছন্দ হয়, তার প্রেমে পড়তে চায় । আফজালও এরব্যতিক্রম নয় , সে যখন ক্লাস নাইনে ! ক্লাস সেভেন পড়ুয়া আফসানা মেয়ের প্রেমে হাবুডবু খেতে থাকে , যদিও উভয়ই নাবালক-নাবালিকা , ক্লাস মেট বন্ধুদের দিয়ে একবার আওয়াস দিতে চেষ্টা করেছে। ছাএ মুটামুটি যাই হোক পারিবারিক অসচ্ছলতায় সেই বছরই পড়া-শোনার ইতি দেয় ।

আফসানার বাড়ি স্কুলের পার্শ্ববর্তি গ্রামে , সেখান থেকে কখনো হেঁটে কখনো বাবা এসে স্কুলে দিয়ে যান , অধিকাংশ সময় তার বান্ধবীদের সাথেই যাওয়া আসা । আফসানা এবার ক্লাস লাইনে , আফজাল পড়া-শোনা ক্ষান্ত দেবার দু'বছর পর্যন্ত কম্পিউটার - মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে ,তাই আফসানা নির্দ্বিধায় পড়া-শোনা চালিয়ে যাচ্ছে । আফজাল সার্ভিসিং এর কাজ শিখে নিজ গ্রামে রাস্তার পাশে এক সার্ভিসিং দোকান খুলে ,ওই রাস্তা দিয়েই আফসানা কখনো একা আবার কখনো বান্ধবীদের সাথে যাওয়া আসা করে ।

হঠাৎ একদিন সুযোক বুঝে আফসানাকে তার অব্যাহত ভাল লাগার কথা জানায় এবং আফসানার প্রতি উত্তর জানতে চায় ।

আফসানা> দেখুন আপনি যে কথা গুলো বলছেন এগুলো আমি পছন্দ করিনা পরিবর্তীতে এই বেপারে চেষ্টা না করলে খুশি হব তা ছাড়া আমার আব্বু-আম্মার অবাধ্যে আমি কিছু করবো না , এর পরেও কিছু বলার থাকলে আমার আব্বু-আম্মুকে বলতে পারেন ।

আফজাল সব শুনার পরে আফসানার সাথে কথা না বাড়িয়ে বিদায় নেয় ।

সাপ্তাখানিক যেতে না যেতেই আফসানাকে দেখার জন্য রাত দশটায় আফজালের বাবা-মা আফসানাদের বাড়ি হাজীর হয় , সব কিছু শুনে আফসানার বাবা-মা , মেয়ে যখন হয়েছে বিয়ে তো দিতেই হবে তবে মেয়েকে এখন বিয়ে দিবনা , মেয়ে নাবালিকা ,কেবল ক্লাস নাইনে, আপনার ছেলেকে অন্যএ দেখেন , আফজালের বাবা-মা অজস্র আশ্বাসেও কাজ না হওয়ায় , বাড়ি চলে যান ।

আফজাল এত বড় অপমান কোন ভাবেই মেনে নিতে পাচ্ছেন না , ছেলে হিসাবে আমি কি খারাপ ? আমার কাছে বিয়ে না দিলে কোথায় বিয়ে দেয় দেখে ছাড়বো , এবং প্রতি নিয়ত আফসানার খোঁজ-খবর রাখে, সময় পেলে আফসানাদের বাড়ির কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকে , কখনো আগে আবার কখনো পিছে এভাবেই চলছে কয়েক মাস । আফসানার মামার বাড়ি আফজালদের বাড়ি বেশী দূরত না , আফজাল আফসানার নানাকে পটানোর চেষ্টা করে , বিভিন্ন ভাবে ।খুঁজ নিয়ে জানা গেছে তার বড় ভাই এখনো অবিবাহিত , বাবা-মার অবাধ্য সন্তান ।সুতুরাং তাতে সুফল না হয়ে এখন আফসানার নামে আজে-বাঝে , আফসানা তার সাথে সব সময় মোবাইলে কথা বলে , প্রতি নিয়ত বিভিন্ন লোকের মাধ্যমে আফসানার বাবা-মা কানে আসছে , আফসানার নানা আফজালের দায়িত্বশীলদের সাথে কথা বলেও কোন কাজ হচ্ছেনা । আফসানার বাবা-মার সময় কাটছে উদ্বিগ্ন উৎকণ্ঠায় । এমন পরিস্থিতিতে উল্লেখিত সমস্যা থেকে কিভাবে পরিএাণ পাওয়া যেতে পারে , আপনাদের সবার মূল্যবান পরামর্শ কামনা করছি ।

বিষয়: বিবিধ

১৪৫৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341429
১৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৩৮
আবু জান্নাত লিখেছেন : আফসানাকে নিকটতম দূরের কোন আত্মীয়ের বাড়িতে থেকে দূরের কোন প্রতিষ্ঠানে পড়া লিখা চালিয়ে যেতে হবে। তার ঠিকানা যেন এলাকার মানুষ না জানে এমন ব্যবস্থা করতে হবে।

সূযোগমত উপযুক্ত ছেলে দেখে বিবাহ দিলেই কার্য্য সিদ্ধি হবে বলে মনে হয়। ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২১
282902
আব্দুল গাফফার লিখেছেন : আপনার শেষ অংশটুকুর সাথে সম্পূর্ণ একমত ,মেয়ে এখন ক্লাস নাইনে এই বয়সে কোন আত্মীয়ের বাসায় রাখাও মনে হয় নিরাপদ নয়,ক্লাস নাইনে থাকতেই ফরম কিলাপ করতে হয় ওটাও যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে অন্যত্র যেয়েও পড়া-লেখা করার সুযোগ নেই । সুন্দর পরামর্শ রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ Good Luck Good Luck
341460
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। এ ধরনের ঘটনা এখন সমাজের অংশ!! বিবেকহীন কিছু নর্দমার কিট সমাজের রন্ধ্রে রন্ধ্রে এগুলো ছড়িয়েছে....!

এই সব নরপশুদের উচিত শিক্ষা দেয়া দরকার। পরামর্শ হলো মেয়েটির পারিবারিক আবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে। পরিবারে উপযুক্ত বড় ভাই থাকলে তার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে সতর্ক করতে পারে।

তাতে কাজ না হলে আইনের আশ্রয় নেয়ায় ভালো হবে বলে মনে করি।
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৮
282903
আব্দুল গাফফার লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম শ্রদ্ধেয় ভাইয়া , আপনি ঠিকই বলছেন সমাজের রন্ধে রন্ধে এরা প্রভাব বিস্তার করেছে,এখনি এদের দৃশ্যমান প্রতিরোধ না করা গেলে পুরা সমাজ ব্যবস্থা হুমকির মুখে পড়বে , আফসানাদের পরিবারে কোন বড় ভাই নেই, তবে আফসানার বাবাকে আরো একটু সতর্ক থাকতে বলেছি । এতেও অবস্থার উন্নতি না হলে আইনি আশ্রয় নিতে বলব । মূল্যবান পরামর্শ রেখে যাবার জন্য অনেক করে ধন্যবাদ Good Luck Good Luck
341466
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
আফরা লিখেছেন : আমার তো শুনেই ভয় লাগছে বখাটে ছেলে আবার না এসিড -টেসিড মেরে বসে ।
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩২
282904
আব্দুল গাফফার লিখেছেন : মানুষ খারাপ হলে স্বাধীনতা বৃদ্ধি পায়,এমন অপ্রত্যাশিত ঘটনা যেনো কারো জীবনে না ঘটে । অনেক করে ধন্যবাদ আফ্রুম্নিকে, আরেকটি কথা আমাদের আফ্রু কিন্তু দিনে-দিন অনেক মিচিউট হচ্ছে Tongue Tongue Love Struck Love Struck Good Luck Good Luck
341505
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাইর!!!
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৬
282927
আব্দুল গাফফার লিখেছেন : মাইর এর তো অনেক কোয়াল্লেটি আছে,কোনটার কথা বললেন স্পষ্ট না ।ছোট্র বেলায় এক মুরুব্বিকে বলতে শুনেছি যাকে বুঝাইলে বুঝবে তাকে কথা বলে বুঝাও , যাকে কথাই কাজ হবেনা মাইর দিলে কাজ হবে তাকে মারো , আবার যাকে কথা,মাইর কোনটাই কাজে আসছেনা টাকা দিলে কাজ হবে তাকে টাকাই দাও । মোট কথা যেখানে যেটা প্রয়োজন সেখানা সেটা প্রয়োগ করা। বুঝতে পাচ্ছিনা আফজালের জন্য কি অপেক্ষা করছে । :Thinking :Thinking মূল্যবান উপস্থই জানান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ
341842
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৬
হতভাগা লিখেছেন : আফজালের কাছেই বিয়ে দেওয়া উচিত , কারণ সেই প্রকৃত ভালবাসে আফসানাকে

He wants her very badly
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২১
283277
আব্দুল গাফফার লিখেছেন : বকাটে বলে কথা,দেখা যাক আফসানার ভাগ্যে কি আছে । অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় হতভাগা ভাইয়া Good Luck Good Luck
341906
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : মাইরের উপর কিছু আছে নাকি?
আর নাহয়, অইনের আশ্রয় নেয়া উচিৎ।
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৯
283278
আব্দুল গাফফার লিখেছেন : শুনেছি আন্তরিকতা দিয়ে যেটা আদায় করা যায়,কুঠোর হয়ে সেটা পাওয়া যায় না । দেখা যাক শেষ পর্যন্ত । মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ Good Luck Good Luck
342138
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৫৯
ধ্রুব নীল লিখেছেন : ১। থানায় জিডি করা যেতে পারে।
২। মেয়েকে কোন আত্মীয়ের বাসায় রাখা যেতে পারে।
৩। যত দ্রুত সম্ভব বিয়ে দেয়া যেতে পারে।

Praying
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:১৯
283667
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাইকুম, যোক্তিক সঙ্গত সুন্দর মন্তব্যে আপনার অভিব্যক্তি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File