যখন তুমি পাশে ছিলে
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৪ মার্চ, ২০১৩, ১১:৫০:৫৫ রাত
প্রিয় এসবি ব্লগকে অনেক মিস করছি
যখন তুমি পাশে ছিলে
বুঝিনি তোমায় আমি বুঝিনি তোমায়
আজ নীরব ক্ষন তোমার শূন্যতায় ।
ভাবতেই এই মনে বড় প্রশ্ন জাগে
চলে যাওয়া দিন গুলো কি ভাব ফিরে
নাকি সোনার হরিণের মত সব রয়ে যাবে ।
তুমি নেই বলে ,
ওই আকাশটা আলোহীন অন্ধকার
বনের পাখিরা গায়নাত গান সুর তুলে আর
শান্ত নদী হয়েছে অশান্ত ,
ফসলের মাঠ ফেটে চুঁচির করাল খরায় ।
তোমাকে পাব বলে পাহাড়ি পথও বেয়ে
খুজি আকাশের তাঁরায় তাঁরায়
সেখানেও তুমি নেই হয়েছ কোন অজানায় ।
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন