আমি কবিতা লেখব না

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৮ নভেম্বর, ২০১৪, ০৩:৫৪:৫৭ রাত



আমি কবিতা লেখব না,

আমি গান লেখব না

আমি তোমাকে ভেবে ,

স্বপ্নও দেখব না

তোমার মাঝে শুধুই তুমি,

আমার মাঝে শুধুই আমি

আজ থেকে এতটুকুই ব্যবধান !

আমি তোমার ওই হাসিটাকে ঘৃণা করি

আমি তোমার ওই মনটাকে ঘৃণা করি

আর কত !

কাঁদব বলো তোমার ছলনায় !

তুমি ভেবেছ ,

তোমার জীবনের হয়েছি কাটা

মনের অজান্তে

হতবা কোন দিন তোমাকে দিয়েছি ব্যথা

তুমি চেয়েছ অগাধ সুখি হতে ,

মূল্যহীন এই ভালবাসা !

বিষয়: বিবিধ

১৬৬০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289075
২৮ নভেম্বর ২০১৪ সকাল ০৬:২০
কাহাফ লিখেছেন :
কবিতার ছন্দময়তায় আর জীবনের স্বপ্ন কে ফুটিয়ে তুলবো না!
চাওয়া-পাওয়ার হিসেব মিলাতে আর বসবোও না!
প্রতিশোধের বহ্নিশিখা জ্বালিয়ে খুঁজবো তোমায়!
যেখানেই থাক তুমি!নিঃশেষ করবো তোমায়!
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪১
232791
আব্দুল গাফফার লিখেছেন : বাহ! দারুণ চমৎকার আপনার কাব্যময় মন্তব্যের জন্য অসংখ্যা ধন্যবাদ । প্রতিশোধের বহ্নিশিখা জ্বালিয়ে খুঁজবো তোমায়!
যেখানেই থাক তুমি!নিঃশেষ করবো তোমায়।
ভাইজান সাবধান তাকে নিঃশেষ করতে যেন নিজেই না নিঃশেষ হয়ে যান । অনেক শুভকামনা Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৩
232794
কাহাফ লিখেছেন :
নিজে নিঃশেষ হতে হতেই তো প্রতিশোধের এমন বহ্নিশিখা ভাই!Praying Praying
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪২
232829
আব্দুল গাফফার লিখেছেন :
আহারে! :Thinking Praying Good Luck
প্রেম কেন জন্ম হয়
প্রেমে কেন পুড়ে হৃদয়
প্রেমে কেন এত ছলনা
প্রেমে কেন এত অভিনয়
আমি কিছুই বুঝিনা!
আমি কিছি জানিনা !
আসল প্রেম আরে কয় ?
289111
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৯
আওণ রাহ'বার লিখেছেন : ওই পুচ্চিতো কবিতা খেয়ে ঢেকুর দেবে।
Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৩
232795
আব্দুল গাফফার লিখেছেন : হা হা তাই ! ঠিক যেনো আওণ রাহ'বারের মত Tongue Tongue Tongue Tongue
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২১
232865
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কে? কে ঢেকুর দেবে?Rolling Eyes
289179
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এ কবিতায় আমি কোন কমেন্টে করবো না! Silly আগে বলেন, আপনি কার প্রেমে পড়েছেন? Skull Day Dreaming Day Dreaming
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৬
232919
আব্দুল গাফফার লিখেছেন : জটিল প্রশ্ন !আপনি কমেন্ট না করলে বলব না Tongue Tongue
২৮ নভেম্বর ২০১৪ রাত ১০:১১
233003
আব্দুল গাফফার লিখেছেন :

আমি যার পড়েছি প্রেমে
মেয়েটির আর কেউ না
তোমার ভাবী আমার ইয়ে
নামটি তার শান্তনা
সকাল-বিকাল রাএ অবধি
দিয়ে যায় যন্তনা
ইদানিং সে বলে বেড়ায়
আমি নাকি স্বার্থ পর
কবিতা ছড়া লেখতে মানা
আমি বলে তার কেউ নয় ।

আর কোন প্রশ্ন করলে আমি কিন্তু কেঁদে দিব
হ্যারি টাইপিং মিস্টেকের জন্য আপনার একটি মন্তব্য ডিলেট হয়েছে এর জন্য খুবি দুঃখিত । প্লিজ Love Struck Love Struck Love Struck Love Struck
289186
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
আফরা লিখেছেন : কেন??????????????????????????????মানি না মানব না ..আপনাকে কবিতা লিখতেই হবেএএএএএএএএএএএএএএএ ভাইয়া ।
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
232923
আব্দুল গাফফার লিখেছেন :

সত্যিই যাকে নিয়ে লেখেছি
তাকে আর লেখিনা
লেখতে হবে তবুও,কারণ
লেখা আমার প্রেরণা ।

আপনার মন্তব্য পড়ে চোখে জল এসে গেল
আসলে কি বলবো শুধু দোয়া চাই Good Luck Good Luck
289196
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমার ব্যথার হাজার কথা,
বলব আমি তোমায়,
মনের মাঝে দিবা নিশি ব্যথার,
ব্যথি ঘুমায়।

কেউ কখনো বুঝেনা তা,
যায়না তারে দেখা,
দুঃখের সাগর ভাগ্যে তাহার,
হয়ত ছিল লেখা।

মুখ খুলে সে বলে না তার,
ব্যথার গল্প গাথাঁ,
একাই শুধু ভাবে তাহার,
ভুলের গোপন কথা।

যৌবন গেল জীবন যায় আজ,
হয়না তারে চেনা,
চায় বলিতে দুঃখ গাথাঁ,
মন যে করে মানা।
****************
অনেক ভালো লাগলো কবিতাটি... Thumbs Up Thumbs Up Thumbs Up
২৯ নভেম্বর ২০১৪ রাত ১২:৩২
233014
আব্দুল গাফফার লিখেছেন : সত্যিই ভাইয়া, মনের কথা গুলো কখনো কখনো একা একাই কেঁদে মরে ,না যায় বলতে না যায় সইতে । আমার ব্লগে এসে কাব্যময় মন্তব্যের জন্য থ্যাংস এ লটLove Struck Love Struck
রিপোর্ট করুন
289234
২৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
ভিশু লিখেছেন : Chatterbox Chatterbox Chatterbox
Broken Heart Broken Heart Broken Heart
ভালো লাগ্লো...Happy Good Luck
লিখে যান।
২৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:০০
232970
আব্দুল গাফফার লিখেছেন : সালাম ভিশু ভাইয়া, কেমন আছেন? লেখতে চাই কিন্তু ভিশু ভাইয়া লেখেনা কেন? সিনিয়র ব্লগারদের শূন্যতা আমাকে কিছু দিন যাবত খুবি পিড়া দিচ্ছে । প্লিজ ভাইয়া Good Luck Good Luck Love Struck Love Struck
২৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৩
232972
ভিশু লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম। ভালো আছি, আলহামদুলিল্লাহ। লিখবো, এই তো, ইনশাআল্লাহ। দোয়া করবেন।
289647
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কবিতা আরো বেশী বেশী করে লিখুন । না লিখলে ব্লগ চলবে কি করে ।
অল্প বয়স তো একটু অভিমানী হবেই । এসে ঘুরে যান । Good Luck
৩০ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৯
233453
আব্দুল গাফফার লিখেছেন : শ্রদ্ধেয় প্রিয় বাহার ভাইকে আমার ব্লগে পেয়ে আনন্দিত বোধ করছি ।হা আপনাদের পিছু পিছু থাকার চেষ্টা করছি। দোয়া করবেন। আমিও আপনার সর্বএ মঙ্গল কামনা করছি ।Praying প্লিজ ভাইয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File