আজব দেশ

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০১ মার্চ, ২০১৩, ০৯:৫৫:১৩ রাত



[img]http:বড় আজব দেশ আমাদের

বড় আজব দেশ

এত কিছুর মাঝেও দেশটা

চলছে বেজায় বেশ

দশ টাকা সের চাউল খায়

কিনে পঞ্চাশ টাকা

এত টাকা কোথায় পায়

ভাবেন মুহিত কাকা

শিক্ষায় দীক্ষায় সব ছেলেদের

করবে যোগাড় কাজ

শিক্ষার নামে শিক্ষাঙ্গনে

চলছে যে সন্ত্রাস

গ্রামে গঞ্জে শহর বন্দরে

মানুষ হচ্ছে গুম

দিন বেলায় যেমন -তেমন

হারাম রাতের ঘুম

এই দেশের পুলিশ গুলার

হাতে বেজায় জোর

নীরহ মানুষ ধরে এনে

বানায় বড় চোর

যুদ্ধ অপরাধীর নামে দেশে

চলছে যে বিচার

দাঁড়ি, টুপি্‌ পাইজামা পড়াদের

নাইত উপায় বাঁচার

এমন করে চলতে চলতে

দেশটা রসাতলে

মুক্তিকামী মানুষ গুলো কি

গেল সবি ভুলে

আমার ভায়ের রক্ত দিয়ে

দেশটা এখন স্বাধীন

স্বাধীন দেশেও জন্ম নিয়ে

রই জিম্মি চিরদিন

নাইত সময় বসে ঘরে

সময় গর্জে উঠার

মানব নামে দানব গুলো

দেখুক মজা এবার ।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File