শখের কবুতরের খামার
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২০ জুন, ২০১৪, ০১:০৮:৫১ রাত
						 
						 
দেখুনত এদের চিনেন কিনা?  এরা আমাদের দেশিও ইঁদুর  কৃষকের দুশমন । প্রবাসে এই দুশমুনদের সাথে পরিচয় হয় বছর ২ এক আগে ওই সময় এদের দেখে খুব ভাল লেগেছিল । কিন্তু এরা যে আসলেই আমার দুশমন হবে ভাবতে পারিনি । মাস তিনি আগে কবুতরের ফারাম দিলাম শখের বসে ,শখ বলতে সুযোগ পেলেই প্রবাসে ব্যস্ত থাকতে চেষ্টা করি । কুবতর পালন নিয়ে বছর কয়েক আগে বিভিন্ন কবুতরের   ফারামে পরিদর্শন করি।  এদের বিভিন্ন সুবিধাদী  বিবেচনা করে সিদ্ধান্ত নেই সামনের দিন গুলোতে বিশাল বানিজ্যক ভাবে কবুতরের খামার করব । কিন্তু  প্রবাস জীবনে আবার ফিরে আসায় , এসেই ভাবলাম এখানেই কবুতরের ফারাম দিব, অনুকরণ করলাম আমাদের একি   কম্পানিতে কাজ করে বাড়ি ময়মনসিংহ, প্রায় ১০ বছর যাবত দেশে না গিয়ে এখানেই বিয়ে করে সংসার শুরু করে দিয়েছেন । বাসায় বাড়তি আয় হিসাবে কবুতর পালন করে সফল হয়েছেন । কবুতর নিয়ে আমার আগ্রহের কথা জানাতেই সার্বিকভাবে ভাবে সহযোগিতা করবে যেনে সিদ্ধান্ত পাক্কা করলাম । কয়েক দিনের মাথায় কবুতরের খাচা সহ ১০ জোড়া কবুতর কিনে আনলাম ।  কবুতর ভিরুওশান্তশিষ্ট প্রাণী  । এদের আবাসস্থল একদম কোলাহল মুক্ত হলে ভাল হয় , পাশাপাশি খেয়াল রাখতে হবে যেন ইঁদুর , বিড়াল, কুকুর এদের কোন ভয় ভীতি বা ক্ষতি  করতে না পারে । ইদুর, বিড়ালের উদ্রব থাকলে সেই খামার থেকে লাভবান হওয়া দূরহ  কারণ এরা আতঙ্কিত হলে বাচ্চার উৎপাদন কাঙ্ক্ষিত ভাবে পাওয়া যায় না ।  একদিন সকালে কবুতরকে খানা দিতে গেলাম ,একি খাবার পাএে ইদুরের বিস্টা । মেজাজ চরমে! পরের দিন  রাতে উকিঝুকি দিয়ে দেখি বিশ পচিসটি অধিক ইদুর পালিয়ে গেল । আচ্ছা এখন উপায় ? পরিচিত বন্ধুকে এই বিষয়ে জানাতেই তার কাছে থাকা ইদুর মারা ফানটা হাতে ধরিয়ে দিলেন । যাক পাওয়া যখন গেল  টাই করি । শুঁটকি মাছ দিয়ে রাতে রেখে দিলাম । মাসাল্লাহ সকালে দেখি ইয়া বড় ২টি বড় ইদুর ! মারলাম কয়েক দিন ,না কমছে না । বাধ্য হয়ে ইঁদুর মারা বিষ দিয়ে প্রায় ১ কুড়ি ইদুর মেরে জল্লাত সাঝলাম  । আনাচে-কানাচে মুখ থুবড়ে মরে আছে সময় মত পরিষ্কার না করলে দুর্গন্ধে বারোটা বাজাবে । এত কিছুর মাঝেও আমার ক্লান্ত মনে হয় না । এদের কে আমার সন্তানের মত লাগে কয়েক মাসে ডজন খানেক বাচ্ছা দিয়েছে । মায়া লাগে খায়তে কিযে করি ? আজ দেখি ১ জোড়া কবুতর ৩ টা ডিম নিয়ে বসে আছে ।  
ক্যামেরা নিয়ে ছবি তুলতে গেলে তার ডিম গুলোকে রক্ষারতে আমাকে পাখা দিয়ে প্রতিহিত করার চেষ্টা করছে । 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
৩৩৫৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
খাওয়ার টেবিলে রোষ্ট অবস্থায়।
কিন্তু সব লেখা দেখা যাচ্ছিলো না তাই আমার প্রতি মন্তব্যটি মুছে আবার লেখতে চেয়েছিলাম । মুছে দিতেই আপনার মন্তব্যটি সহ মুছে যায়। এর জন্য খুবি দুঃখিত । আপনার মূল্যবান মন্তব্য আশা করছি পুনরায়
পোনা ছেডে এসেছি । কেমন আছেন ?
মন্তব্য করতে লগইন করুন