এরি নাম বালের নির্বাচন
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০১ এপ্রিল, ২০১৪, ০১:১৪:১৮ রাত
সোমবার ৩৪ জেলার ৭৩টি উপজেলা পরিষদের (পঞ্চম পর্ব ) ছিল নির্বাচন হয়েও গেছে ফলাফল প্রকাশ পেয়েছে অনেক জায়গার। কি ফল হল! যা হবার তাই হয়েছে কেন্দ্র দখল , জাল ভোট কি ছিলনা ? ক্ষমতাশীনরা হিংস্র পশুর ন্যায় কত কামড়া কামড়ীইনা করলো । আজ আমাদের জামাল পুরের মাদার গঞ্জ উপজেলায় নির্বাচন হয়ে গেল । এখানে বিহত দুই -দলের লড়াই ছিল চোখে পড়ার মত আওমীলীগ থেকে একজন সাবেগ চেয়ারম্যান মো বেলাল আনারস আর বিএমপি থেকে ফাইজুর ইসলাম লাঞ্জু মটর সাইকেল । কয়েক দিন আগে থেকেই খোজ-খবর রাখতে ছিলাম আমাদের উপজেলায় কে আসতে পারে । আমার বড় ভাই খাঁটি আওমীলীগ করেন সেই অনেক দিন থেকে, তার কাছেই জানতে চেয়েছিলাম কি আসেবিষয় উনার কথায় বিএমপি ভাল পজিশনে থাকলেও লাভ নেই ! কারণ ? আরে বুঝনা আওমীলীগ ক্ষমতায় যেমন করেই হক আওমীলীগ এর প্রার্থী জয়ী করবে । আজ অনেক চিন্তিত উৎকণ্ঠার মাঝেই সকালে ১০,৫০ বাংলাদেশ সময় ফোন দিলাম কি বেপার নির্বাচনে ভোট কেমন হচ্ছে ? উনি যা বললেন তা আর কি বলব এটা আগেও ধারণা করনি কারণ আমার জীবনে একাধিক বার নির্বাচন দেখেছি আজ তার সব সংজ্ঞাই উলটে গেছে । ভোটার সংখ্যা ৪২০০ হাজার ৬টি বুদ এ ভোট হচ্ছে । কত কাস্ট হয়েছে এই যাবত ? বললেন ৩৫০০ ভোট আওমীলীগ প্রার্থী ৫০০ ভোট বিএমপি আপসের মাধ্যমেই ৫ বুদ ছেড়ে দিছে । বললাম এমন হল কেন ? না হয়ে উপায় নাই সকালে বিএমপি জামাত পন্থিদের ধাওয়া দেওয়া হয়েছে । আব্বা -আম্মা ভোট দিতে আসে নাই ? না । কেন ?
প্রয়োজন নাই ভিতরে লোক আছে উনার দিয়ে দিচ্ছে ।
আচ্ছা কে কয়টা জাল ভোট দিলেন ?
উনি যা দিয়েছেন তাই বললেন আবার মন্ত্রী কেও জানিয়েছেন কে কয়টা জাল ভোট দিয়েছেন । বিকালে আবার ফোন দেই কি খবর ?
বললেন আওমীলীগ পন্থি বেলাল আনারস ৩৮০২ টা ভোট আর মটর সাইকেল ৮৭ টা ভোট ।
বললাম এমন হল কেন ?
কিছু ভোট পচানো হয়েছে আর ১০০ মত ভোট বিএমপি কে না দিলে না হয় তাই ৮৭ ভোট দেখানো হয়েছে ।
আচ্ছা সব জায়গায় একি অবস্থা ভাবে বুঝলাম তাই ।
আচ্ছা বেলালকে নির্বাচিত করার জন্য আওমীলীগ মরিয়া হয়েছে কেন ?
আরে বিষয় ত এটানা বিষয় হল মন্ত্রীর এলাকা ,না পাশ করলে বেপার-সেপার আছে না ।
আচ্ছা উনাকে চিনেছেন কেউ ?
উনি ৫ জানুয়ারি বিনা ভোটে নির্বাচিত সাবেক হুইব মির্জা আজম আর শায়েক আব্দুর রহমান ওরফে বাংলা ভাই উনার ভগ্নি প্রতি , এবার হাসিনা তাকে পাট ও বস্র প্রতি মন্ত্রী দায়িত্ব দিয়েছেন । শেখ হাসিনার নজর কেড়ে পূর্ণ মন্ত্রী হবার বাসনা জেগেছে ।
উনার বাড়ি আমার বাড়ি ১ কিলোমিটার চেয়েও কম । আমি বুঝমান হবার পর থেকে উপজেলায় কারেন্ট দেখি উপজেলার কারেন্টে আমাদের বাড়ি আলোকিত হত, আজ প্রায় ২০ বছর শেষ হবার পথে আমাদের এলাকায় কারেন্ট নাই কাচা রাস্তা এখনো আগের মতই আছে অতছ উনি আমাদের মাদার গঞ্জ মেলান্দ থেকে এর আগে ৩ বার নির্বাচিত হয়েছেন । এবার নির্বাচনী হলক নামায় সমালিচিত অনেকের মধ্য উনি একজন উনার পিতা মরহুম মির্জা আবুল কাশেম উনাকে ৭১ ভুমিকা নিয়ে অনলাইনেও রাজাকার বলে লেখালেখি হয়েছে । আমি এবার দেশে যেয়ে খোজ নিয়েছি আসলে উনি রাজাকার না নির্ভর যোগ্য সুএে জানতে পারি । অবহিলিত বঞ্চনা লোক গুলো তাদের ভোটাধিকার প্রদান করতে পারেনি আবছুস । তবে আল্লার অশেষ রহমতে আওমীলীগ হায়ানাদের আক্রমণে কেউ নিহত হয়নি ।
তাই বলছি আর কত দিন এদের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে থাকবে ।
বিষয়: রাজনীতি
২১৭০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি সমৎকার দেখা গেলো
বালের নির্বাচন হলো।
তাই বুঝা গেল
আপনাকে ধন্যবাদ
বাংলাদেশের মানুষ জানল, আওয়ামীদের জনসমর্থন নেই।
আবার এ'ও জানল এদের কাছে নির্বাচন নিরাপদ নয়।
বলদ লোক বেশী চালাকি করলে যা হয়। আম ও ছালা দু'টোই হারায়।
অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ
আমি বেঁচে থাকতে চাই
আমি আমার জন্য নয়
ইতিহাস কে বুজার জন্য
বালকে চেনার জন্য
শুধু এত টুকু সময় চাই
ধন্যবাদ ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন