মেয়েটি দেখতে সুন্দর
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২১ মার্চ, ২০১৪, ১১:৪১:৫৬ রাত
মেয়েটি দেখতে সুন্দর
কালা শুধু তার ওই অন্তর
আমারে দেখতে কালা
মনটা খুবি ভালা
সেই মনে তুইলা দিছে ঝড়
সুন্দর বলে তার পিছে
ঘুরে ঘুরে মরলাম মিছে
তার জন্য কত জনের
হাতে খাইলাম চর
মেয়েটির মুখের হাঁসি
মনে হয় বাঁশের বাঁশী
মিষ্টি হাঁসি দিয়া আমায়
মনটা করলো ক্ষয়
মেয়েটি দেখতে সুন্দর ।
বিষয়: সাহিত্য
১৫৪৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর তুমি সুন্দর
তার চেয়েও সুন্দর
তোমার ওই মনটা
মেয়েটির মুখের হাঁসি
মনে হয় বাঁশের বাঁশী
মিষ্টি হাঁসি দিয়া আমায়
মনটা করলো ক্ষয়
মেয়েটি দেখতে সুন্দর ।
অল্প কথায় বিশালকে প্রকাশ করেছেন। আপনার কবিতার আবেদন সুন্দর। ভাল লাগার। সুন্দর কবিতা লিখতে পারেন। আর এটি পারে তারাই যাদের কল্পনা প্রখর। ধন্যবাদ।
আমি শিল্পী নয় , রঙ তুলিতে নয়
তোমার ছবি এই হৃদয়ে একেছি
দোয়া করবেন ভাইয়া , আপনারদের মাঝে আগাছা রূপে থেকেও যেন শান্তি পাই
অজস্র সালাম শুভেচ্ছা রইল
আপনার লিখনি শক্তির প্রশংসা করার মেধা আছে কিনা আমার জানা নাই- তাই শুধু বলব আমদের বন্ঞ্চিত করবেন না -- আপনার লেখা বন্ধ করে--- ধন্যবাদ থাকল আপনার পোষ্ট গুলির জন্য--
সময়ের পালা বদলে গেছে রূপ
আমি কম কিসে!
পড়ে আছি মিছে
সব হারিয়ে খুজে ফিরে শেষে ।
আপনার সুন্দর মহান মন্তবের প্রতি মন্তব্য কি বলে লেখব বুঝতে পাচ্ছিনা । শুধু বলব এই ব্লগে আপনাকে স্বাগতম ।
মনটা খুবি বিষণ্ণতায় থাকে এর মাঝে অপরিচিত কেউ পরিচিত হলে সেই মনটা আর বিষণ্ণতায় থাকে না । আপনার নিকটা খুবি আপন মনে হচ্ছে । দোয়া করবেন যেন নিয়মিত হতে পারি । অসংখ্য ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন