যেতে চাও চলে যাও
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৬ মার্চ, ২০১৪, ১২:২৮:৫৮ রাত
যেতে চাও চলে যাও
বাধা দিবনা
তোমাকে ছাড়া কষ্ট পাব
একথাটি ভেবনা
তুমি যদি সুখি হও
আমাকে ছাড়া
আমি কেন !
সুখি হব না !
হে অভিমানী মনে রেখে
পৃথিবীর সব কিছু ভুলে যেতে
পারে তোমায়
হে অভিমানী মনে রেখ
আমি তোমাকে ভুলিনাই
হে অভিমানী আমি জানি
তুমি অনেক সুন্দরী
তাই'ত হাজারো হ্যান্ডসাম
তোমার পিছে করে ঘুরা-ঘুরি
হে অভিমানী সাবধানতায় থেকে
নয়ত বা সব হারাবে
তোমারি সুখ আমি চেয়ে যাব
দুঃখ তুমি যত দাও
হে অভিমানী ,
যদি কখনও তোমার আকাশের
চাঁদ তাঁরা নিভে যায়
নির্জন আঁধারে দিশেহারা ওই মন
লাগবে বড় অসহায়
তবুও তুমি আমাকে পাবে সে রাতে
কেঁদে কেঁদে বুক ভাসাবে ।
বিষয়: সাহিত্য
১৬৩৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থেমে সেত থাকে না
তুমি যদি সুখী হও আমাকে ছাড়া
আমি কেন পারবনা । এই গানটির কথায় সম্ভবত বলছিলেন । আমার ব্লগে এসে সুন্দর অভিব্যক্তি ব্যক্ত করায় অসংখ্যা ধ্যনবাদ
কলমে নাই কা..লি..........
আমার এই পোড়া কপালে....
একি লিখে ছিলি রে......
কলমে কি নাই কালি রে.......
মন্তব্য করতে লগইন করুন