অনিশ্চিত প্রত্যাশায়
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৪ মার্চ, ২০১৪, ১০:৩৪:৩৪ রাত
প্রেম একবার এসেছিল এই জীবনে
সোনার হরিণের ন্যায়
পারিনি পোষ মানাতে
সে চলে যায় তার ঠিকানায়
আমি বলো যাব কোথায়
আমার বেঁচে থাকা তার হৃদয়ে
সে বীন আজ বড় অসহায়
শিকড়বিহীন এক বৃক্ষের ন্যায়
আছি নুইয়ে
চৈএের করাল খরায়
পুড়ে পুড়ে
এর মাঝে এক মুঠো মেঘ এসে
আবার আমায় স্বপ্ন দেখায়
স্বাদ জাগে বাঁচতে
জানি এই ভুবনে তবু তাকে
পাবার নয়
তবুও অনিশ্চিত প্রত্যাশায়
তাকেই ভেবে যাব
কারণ ,
তাকে ভাবতে বড় ভাল লাগে ।
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি দেখে ধন্য
আর শুধু ভাবলাম
দুটি ফুলে দুটি পাতা
বাকপ্রবাস কয়না কথা
কি সংশয় কি এমন ভয়
ফেইস বুকে একটিভ
স্ক্যইপে নয় ।
কবিতাটা অনেক সুন্দর হয়েছে।
বলেন এখন কি করি
শুভকামনা রইল
আমাদেরকে আল্লাহ হেফাজত করুন।
তবে পবিত্র ভালোবাসাগুলো যেনো আমাদের হৃদয়কে পূর্ণ করে দিক।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন