নাড়ীর টানে ঘুরে এলাম

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১০ নভেম্বর, ২০১৩, ১১:০২:৪৯ রাত

একে একে কত দিন হয়ে গেল

দেখিনা তোমায় আমি দেখিনা

তুমি কি আগের মতই আছ ?

হা প্রিয় ব্লগার বন্ধুরা অনেক অনেক জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন ?

আপনাদের সবাইকে সালাম , আশা করি সবাই ভাল আছেন ।

যান্তিক জীবনে কোন সময় পাইনা তার পরেও নাড়ীর টানে প্রিয় মাতৃভূমিকে দেখে এলাম

টক ঝাল মিষ্টি সব মিলিয়ে মোটামটি কেটেছে , দেশে থেকে মাঝে মধ্য চেষ্টা করে ব্যথ হয়েছি , বিডিব্লগ নাকি বাংলাদেশ থেকে লগইন হয়না পরে জানতে পারলাম । যাই হোক এখন আবার আপনাদের সাথে

মিলিত হতে পেরেছি এর জন্য আল্লাহামদুলিল্লা । আশা করি প্রিয় ব্লগারদের লেখা গুলো নিয়মিত পড়তে পারব । হা আরেকটি কথা সোদিতে চেকিং জোরদার করা হয়েছে মনে হয় । কিছু খন আগে আমাদের বাসায় ২ সদস্যের একটি টিম আকামা চেক করতে এসে ছিল তাই বলছি যাদের কাগজ পাতি দুর্বল তারা সবাই আরেক টু সাবধানে থাকবেন ।

ধন্যবাদ সবাইকে ।

বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File