এরা সমকামী নয়

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২২ জুন, ২০১৩, ০৪:১৫:৪৩ বিকাল





ছবি দেখে কেউ বিভ্রান্ত হবেন না। এরা সমকামী নয়, তবে এরা সমকামীতার পক্ষে।বাংলা চ্যানেল দেখিনা বললেই চলে আগে কিছুটা দেখতাম দিগন্ত, ইসলামিক টিভী । চ্যানেল দুটি বন্ধ হবার পর বাসায় টিভি থাকলেও তেমন দেখা হয়না। যদিও মাঝে মধ্য চোখ বুলাই সব চ্যানেলেই, বিটিভির সংবাদ দেখলে মনটা জুড়িয়ে যায়। চুতুর দিকে উন্নয়ন আর উন্নয়ন , উন্নয়নের জোয়ারে দেশটা ভেসে যাচ্ছে । হা যেটা বলতে চাচ্ছিলাম শুধু আমি না প্রবাসীরা অনেকেই বাংলা চ্যানেল দেখা বন্ধ করে দিয়েছেন । আজ সকালে বাংলাদেশের দুপুর ১২.৩০ খবর দেখছিলাম মাই টিভিতে, কিন্তু হায় একি অবস্থা, যিনি সংবাদ পড়ছেন ঊনার নাম ওম্মে সাবরিনা কি শালীন পোশাক পড়ে খবর পড়ছেন! অস্থির আমার সাথের জন মেয়েটিকে নিয়ে আজে-বাঝে মন্তব্য করে্ যাচ্ছে । বন্ধুটি আমাকে বলছে বিরতির পরে আবার কাপড় ঠিক করে আসবে, কিন্তু না এরা ইচ্ছাকিত ভাবেই এগুলো করছে । এখন তাহলে বলতেই হয় , এই সরকার সমকামীতার পক্ষে বাস্তবরূপ দিতেই জোরেসোরে প্রচারণা চালাচ্ছে ।

বিষয়: বিবিধ

৪৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File