সেই প্রত্যাশায়
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৬ মে, ২০১৩, ০২:১৯:৩৩ রাত
প্রিয়া , তুমি ছিলে আমার ভালবাসা
যেন ঊষার বেলার কুঞ্জি
আজ সেই ভালবাসাকে পর করতে পারলে
হু আমি জানি,
আমার ভালবাসাকে ফেলবে ধূলার মাঝে
তবুও ধূলায় মিশে যাব , সদাই সকাল সাঝে
হইত কোন একদিন পূর্ণ হবে মনের আশা
তোমায় নিয়ে বাঁধব সেদিন ,ছোট্র সুখের বাসা ।
বিষয়: বিবিধ
১৪৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন