কিছু প্রবাদ না পড়লে মিস করবেন ১
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৯ মে, ২০১৩, ০৮:৩৭:৩০ রাত
বিভিন্ন সময় ব্লগে ফেসবুকে থেকে সংগ্রহ করা কিছু প্রবাদ
আমার ভীষণ ভাল লাগে সেই থেকেই সংগ্রহ ভাণ্ডার থেকে এই প্রবাদ গুলো শেয়ার করলাম ।
কোন একটি মন্দ থেকে এমনভাবে বিরত থাকবে যেন জীবনে আর তা না করা হয়। ইহাই বিশুদ্ধতম তওবা। --হযরত ওমর ফারুক (রাঃ
নিরবতা এক ধরণের অলঙ্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়
-হেনরী ডেজন
যে ব্যক্তি গরীব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবেনা । -হযরত সোলায়মান (রাঃ)
কারো ভালো খবর শুনে খুশি হওয়ার চাইতে কারো দুঃখে দুঃখিত হওয়া অনেক বেশি অর্থবহ। কারন , মানুষ অনেক সময় মানুষের সুখের দিনের সঙ্গী হতে তেমন ভুল করে না কিন্তু দুঃখের দিনে সেই মানুষটিকে খুঁজে পাওয়া দুষ্কর । দুঃখের দিনেও যে পাশে থাকবে সেই প্রকৃত বন্ধু ।।
বিনয় এমন এক সম্পদ, যা দেখে কেউ হিংসা করতে পারেনা। [ইমাম শাফেই (রহ)]
হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দু'টো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।–পীথাগোরাস
যারা সবসময় নিজেকে অসুস্থ ভাবে তারা আজীবন অসুস্থই থাকে। [জুভেনাল
অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে। [গোল্ড স্মিথ]
অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। [শেক্সপিয়র
বুদ্ধিমানেরা কোনোকিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে । -হযরত আলী (রাঃ
বিষয়: বিবিধ
১৮১৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন