জনপ্রিয় ব্লগার স্বপ্ন দিয়ে বোনা বইয়ের প্রকাশক চাটিগাঁ থেকে বাহার ভাইয়ের সুস্থতা কামনায় দোয়া চাই
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৫ এপ্রিল, ২০১৩, ১১:৩৭:৫৪ রাত
]প্রতিদিনের মতই নিযএান্তিক ভাবে বলতে ঘুম থেকে উঠা হাত মুখ দাঁত ব্রাশ করা সব কিছু ছেড়েই ডিউটি করা ড্যাশটি পড়েই নেমে পড়ি কাজে ,তার পর কাজ আর কাজ ।
নাস্তা সহ চা টিও ঠাণ্ডা হয়ে যায় । মাঝে মধ্য এই নিয়ে সকাল সকাল মেজাজটা ইতি মত খিটখিটে হয়ে থাকে । হঠাৎ করে মোবাইল সেটে একটি মেসেজ আসার আওয়াজ পাই , ভাবলাম মোবাইল
কোম্পানি বরাবরের মতই আজেবাজে মেসেজ দিছে হইত । কিন্তু না মেসেসটি পাঠিয়েছেন সবার অনেক অনেক পরিচিত সদ্য প্রকাশিত স্বপ্ন দিয়ে বোনা বইটি প্রকাশক আহমদ রশিদ বাহাদুর এস বির
জনপ্রিয় ব্লগার চাটিগাঁ থেকে বাহার ভাই , এর অনেক আগে উনার সাথে আমার মোবাইলে কথা হয় , আমি ১২১ জনপ্রিয় ব্লগারদের নিয়ে লেখা বইটি কিভাবে প্রবাসে পেতে পারি এই নিয়ে বলতেই
উনি আমাকে আশ্বাসদেন বইটি সময় সুযোগ বুঝে পাঠিয়ে দিবেন । তিনি কথা রেখেছেন বইটি এখানে সংগ্রহ করেছেন এসবির প্রবীণ ব্লগার শাহাদাৎ হোসেন নবীনগর তার এক সহপাঠী মদিনায় আসায় বাহার
ভাইয়ের সাথে কথা বলে বইটি সংগ্রহ করেন । মেসেস এ তিনি লেখেছেন সালাম নিবেন গাফফার ভাই আশা করি ভাল আছেন মদিনায় দুটি বই পাঠিয়েদিছি একটা বই আপনি নিবেন ।শাহাদাৎ ভাইয়ের সেল ফোন নাম্বারটিও ছিল, উনার সাথে আগে কখনোও পরিচয় ছিলনা সাথে সাথে বাহার ভাই কে মেসেস প্রাপ্তি সহ ধন্যবাদ জানাই,কারণ বাহার ভাইয়ের এমনটি সত্যিই অকল্পনীয় যাই হোক মনটা নিমেষেয় চাঙ্গা ।
শাহাদাৎ ভাইকে ফোন দিয়ে তার অবস্থান জেনে নেই , ভাগ্যবশত আমার এখান থেকে আমার এক পরিচিত ওমরায় যাবে জানতে পেরে তার সাথে যোগাযোগ করি, ওমরায় যারা যান তারা সবাই মদিনায়ও যান, লোকটি রাজী হওয়ায় বইটি পেয়ে যায় ৩ দিন পর, বইটি পেয়ে মনে হয়েছে অনেক সাধনার পর জেন কোন কিছু পেলাম ।
স্বপ্ন দিয়ে বইটির সাথে পেয়েছিলাম বাহার ভাইয়ের একক বই আসমানি মেসেস,
আর একটি বই গিফট দিয়েছেন শাহাদাৎ ভাই মোট বই সংখ্যা ৩ টি , স্বপ্ন দিয়ে বইটি পড়তে পড়তে অনেক রাত করে ঘুমাতে গেলাম ।
বাহার ভায়ের মেসেস পাই ১৮ তারিখ বই হাতে পেলাম ২২ রাতে বইটি আসলে কেমন লাগলো বইটি পেয়েছি অবশ্যই তাকে জানানোর দরকার ২৩ তারিখ সকাল বেলায় রিং দেই মোবাইলে রিং হচ্ছে পরে একজন ধরলেন মেয়ে মানুষের কণ্ঠ ,পরে ধরে নিলাম ভাবীই হবে,ভাল মন্দ বলার পর বাহার ভাইকে দিতে বললে বলেন উনি অনেক অসুস্থ কি হয়েছে বলতেই অনেক জ্বর এর কথা বললেন।
ডাক্তার দেখিয়েছেন কী? উত্তরে উনাদের পারিবারিক একজন ডাক্তার দেখছেন । বাহার ভাইয়ের সাথে
কথা না বলেই ফোন রেখে দিলাম । মনটা অনেক খারাপ হয়ে গেল দুপুরে শাহাদাৎ ভাইয়ের সাথে বাহার ভাইয়ের বেপারে বলি উত্তরে কিছু ক্ষণ আগে ফেসবুকে চ্যাঁটিং হয়েছে কিছুটা সুস্থ হয়েছেন বলে মনে হল ।
আজ ২ দিন পর আবার রিং দেই বাহার ভাইয়ের নাম্বারে কিন্তু আজও ব্যর্থ হলাম ভাবী রিসিফ করলেন বাহার ভাইয়ের সাথে কথা বলতে চাইলে সে এখনো অসুস্থ বলে কথা বলতে পাচ্ছেন না , কথা বললে তার হাঁচছি কাশি হয় । তাই আর জোর না করে ভাল হয়ে যাবেন এই কথা বলে রেখে দেই ।
এখন তার সুস্থতা কামনা করা ছাড়া আমরা আর কি বা করতে পারি ,তাই সবার কাছে অনেক অনেক দোয়া প্রত্যাশী । বাহার ভাইয়ের ব্লগ এখানে Click this link
বিষয়: বিবিধ
২৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন