কৌতুক আবুল বনাম নাপিত
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৩ এপ্রিল, ২০১৩, ১২:৪৭:৫৫ রাত
অনেক দিন পর একটা কৌতুক শেয়ার করলাম ,
মন্ত্রী আবুল হোসেন সাহেব এমপি হোস্টেলের সরকারী নাপিতের কাছে চুল কাটাতে গেছেন। তো নাপিত তাকে জিজ্ঞেস করলোঃ “স্যার,পদ্মা সেতু নিয়ে কি হল! আপনাকে সবাই দোষ দিচ্ছে!“
আবুল সাহেব রেগে বললেনঃ “তুই ব্যাটা নাপিত! চুল কাটার সময় এতো কথা কেন বলিস?”
নাপিত জবাব দিলঃ “ সরি স্যার। আমি তো এমনি ই জিজ্ঞেস করি!“
পরেরদিন সুরঞ্জিত সাহেব এসেছেন চুল কাটাতে নাপিত তাকে জিজ্ঞেস করলোঃ “স্যার রেলে কিরকম কেলেঙ্কারি হয়ে গেলো।“
সুরঞ্জিত সাহেবও রেগে গেলেন “এতো কিছু জানার কি দরকার তোর??”
নাপিত বললোঃ “ সরি স্যার। এমনিই মুখ ফসকে বের হয়ে গেছে!”
পরেরদিন ডিবি পুলিশ এসে নাপিতকে ধরে নিয়ে গেলো। তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো...
ডিবিঃ “তুমি কি বিরোধী দলের এজেন্ট?”
নাপিতঃ “না স্যার”
ডিবিঃ “তুমি কি ভারতের এজেন্ট?”
নাপিতঃ “না স্যার”
ডিবিঃ “পাকিস্তানের এজেন্ট?”
নাপিতঃ “না স্যার”
ডিবিঃ “তাহলে তুমি মন্ত্রী সাহেবদেরকে পদ্মা সেতুর দুর্নীতি, রেল কেলেঙ্কারি এসব নিয়ে কেন জিজ্ঞেস করেছ??”
নাপিতঃ “কারণ স্যার পদ্মা সেতুর দুর্নীতি, রেল কেলেঙ্কারি এসব নিয়ে কথা বললে মন্ত্রী সাহেবদের চুল খাঁড়া হয়ে যায়। আর আমারও চুল কাটতে সুবিধা হয়...!” :PP
বিষয়: বিবিধ
১৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন