অগ্নি ঝরা গান

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪৮:০৫ বিকাল

আর নয় ভেদাভেদ, মিছে দ্বিধা সংশয়,

একতা আর ঐক্য দিয়ে এ ধরাকে করবো জয়।

জাগো বাংলাদেশি, জাগো যত ঘুমন্ত প্রাণ,

তোমাদের তরে গেয়ে যাই আমি অগ্নি ঝরা এ গান।

হলো কত মারামারি, যুদ্ধ-সংঘাত,

সবকিছু ভুলে গিয়ে ফুটাবো রাঙ্গা প্রভাত।

জাগো হে নওজোয়ান, জাগো বিপ্লবী প্রাণ,

তোমাদের তরে গেয়ে যাই আমি অগ্নিঝরা এ গান।

আর নয় হিংসা, রেষারেষি-কষাকষি,

ফুল হাতে এসো বন্ধু ছুড়েঁ ফেলে তেজ অসি।

জাগো বিবেকবান, জাগো মজলুমান,

তোমাদের তরে গেয়ে যাই আমি অগ্নিঝরা এ গান।

ঘুচবে ভ্রান্তি আসবে শান্তি, প্রয়োজন শুধু একতা,

পাওয়া না পাওয়ার কথা ভাবছো কেন অযথা।

গেয়ে উঠো তুমিও জাতির ঘুম ভাঙ্গানো গান,

তোমাদের তরে গেয়ে যাই আমি অগ্নিঝরা এ গান।

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File