দয়াল আল্লাহর দয়া

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৪ এপ্রিল, ২০১৪, ০৬:০৫:৩১ সন্ধ্যা

দয়াল আল্লাহ্‌র দয়া

১০/০৭/২০১০

আমার দয়াল আল্লাহর দয়ার কথা বলবো কত আর,

আমি অধম সব বলিবার সাধ্য কি বল আমার ॥

ছিল না যে দুই জগতে আমার কোন আকার,

মহান প্রভু দয়া করে রূপ দিল আমার।

মেহেরবান আল্লাহ মহান করুণার আঁধার ॥

পাঠাইলেন যখন আমায় মাটির এ ধরায়,

অর্ধ হাজার বছর আগে রিযিক আমার দেয় পাঠায়।

নিজে নেয় রিযিকের ভার ॥

অনেক পরে সৃষ্টি করে দিলেন অধিকার সবার আগে,

বেহেশত ছেড়ে আদম হাওয়া ফুল ফুটায় ধরার বাগে।

ঘুচে যায় সব অন্ধকার ॥

নবী যত এলেন ভবে, একে একে গেলেন সবে,

মুহাম্মদের পরে ভবে, আর না কোন নবী হবে।

করেছে আমায় উম্মত তাঁর, কত বড় ভাগ্য আমার ॥

(আমার “তবুও মানুষ বাঁচে” গ্রন্থ থেকে)

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212735
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৫
161554
হাসান কবীর লিখেছেন : ছবিতে দেখা যাচ্ছে অনেকটা পথ বাকি
212776
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ছিল না যে দুই জগতে আমার কোন আকার,
মহান প্রভু দয়া করে রূপ দিল আমার।
মেহেরবান আল্লাহ মহান করুণার আঁধার ॥

মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
212838
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৩
সন্ধাতারা লিখেছেন : ছিল না যে দুই জগতে আমার কোন আকার,
মহান প্রভু দয়া করে রূপ দিল আমার।
মেহেরবান আল্লাহ মহান করুণার আঁধার ॥
অনেক ভালো লাগলো ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File