আপনি জানেন কি? জাকির নায়েক দাজ্জালের ভাই রূপে আবির্ভূত হয়েছে?

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২২ এপ্রিল, ২০১৪, ০৯:২২:০১ সকাল

আপনি জানেন কি? জাকির নায়েক পিচ টিভির মাধ্যমে বাঙলাদেশের মত গরীব রাষ্ট্র থেকে জাকাত সংগ্রহ করে সেই টাকা বাংলাদেশের কিছু অল্প শিক্ষিত বেকারদের হাতে ধরিয়ে দিয়ে এদেশের মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করছে আহলে হাদীস নাম দিয়ে। তাদের অধিকাংশই নামাজ না পড়লেও প্রায়ই বলে বেড়ায় আমাদের মসজিদের ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। কারণ তারা জোরে আমীন বলে না। এতএব, জাকির নায়েকের ফেতনা থেকে দূরে থাকুন। সে বর্তমান সময়ের মুসলমানদের জন্য দাজ্জালের ভাই রূপে আবির্ভূত হয়েছে।

বিষয়: বিবিধ

২১৮০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211650
২২ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৩
ঈগল লিখেছেন : কবির ভাই, আপনি যদি ইসলামপন্থী হয়ে থাকেন তাহলে বলবো পোস্টটি আপনি সচেতন অবস্থায় লেখেন নাই।

প্রশ্ন 'আমাদের মসজিদ বলতে আপনি কি বুঝাচ্ছেন?
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
161020
হাসান কবীর লিখেছেন : আমাদের মসজিদ বলতে আহলে হাদীস নামধারীরা যে সব মহল্লায় থাকেন সে সব মসজিদ
211683
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৬
বাচ্চা ছেলে লিখেছেন : গান্জা খাইয়া মনের মাধুরি মিশায়া পোষ্ট লিখছে মনে কইতাছে। ‍কি উল্টা পাল্টা লিখে।। ভাল কইরা খেয়াল কইরা দেখ, জাকির নায়েক যে কাজটা করছে বর্তমানে তা সনি টিভির থেকে শতগুনে ভাল। আর আমিন বললে ক্ষতিটা কি? সুরা ফাতিহা হইলো একটা দরখাস্ত আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করার পর তিনি যেন মর্জি হন এজন্য আমিন বলা হয়। আর জাকির নায়েক কবে বললো ইমামের পিছনে জোরে আমিন না বললে নামাজ হবে না।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
161021
হাসান কবীর লিখেছেন : সনি টিভি সরাসরি বদমাইশি করে আর পিচ টিভি নেক সুরতে বদমাইশি করে
211778
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৪
হতভাগা লিখেছেন : পোস্ট দিয়া ভাগছে
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২১
161022
হাসান কবীর লিখেছেন : আপনার মত ঘৃণিত ছবিওয়ালা দেখলে ভাগারই কথা
211801
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনি দাজ্জালের কি হন?
না হলে ভাইকে চিনলেন কি করে।
211811
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫২
বেদনা মধুর লিখেছেন : আহলে হাদিসে কিছু শয়তান আছে। তবে তাদের মধ্যে কিছু ভাল আছে। জাকির নায়েক শয়তান আহলে হাদিসের মত নয়। তবে তিনি কিছু কিছু বিষয়ে আহলে হাদিসকে সমর্থন করেন এর জন্য তাকে খারাপ বলা যায় না। যে লোক বলেছে জোরে আমীন না বললে নামাজ হবে না, সে শয়তান।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
161018
হাসান কবীর লিখেছেন : অতি সুন্দর মন্তব্যে জন্য অতি সুন্দর ধন্যবাদ। সেই সাথে আল্লাহর দরবারে কামনা করি আল্লাহ আমাদেরকে সত্য বুঝার তৌফিক দান করুন।
211826
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৩
বেআক্কেল লিখেছেন : আমনে কয় টাকা জাকাত দিয়াছইন? চির-মুনাই পীরের মুরিদের মত কতা বইলা লুইকা থাইকা কান্ড দেকার মানুষ নন তো? জাকের নায়েক আমনের কুন ফুফা থেইকা জাকাত নিচে আমারে কন তার সাক্ষাৎকার নিমু।
২৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
161017
হাসান কবীর লিখেছেন : আপনি কি কোন দিন জাকির নায়েককে পিচ টিভিতে জাকাত চাইতে দেখেন নাই?
২৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২০
161612
বেআক্কেল লিখেছেন : আমনের কতা হুইনা মনে হইল আমনের কুন আত্মীয় জাকের নায়েককে জাকাত দিয়া ফতুর হইয়া গ্যাছে। বলি কু্রআন শরীফে আল্লাহকে করজে হাসানা দিতে কইসে, তাইলে বইলবেন কি আল্লাহ করজে হাসানা লইয়া পুরো জাতিকে ফতুর কইরা ছাড়ছে। তিনি চাইছেন বইলা কি উদাহরণ হইয়া যায়। আমনেদের মত হুজুর লইয়া না জাতির উপকার হইবে, না নিজের পকেটের কুন গতি হইবে।
213010
২৫ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫০
কেলিফোরনিয়া লিখেছেন : হাসান কবির ভাই, রিহেব থিকা কবে ফিরলেন। আবার শুকনা খাওয়া শুরু করসেন, বাসায় জানে। আমাগরেতো অনেক চেতনা খাওয়াইলেন অনেকদিন।
এখন, জাকির নায়েক খাওয়াইতে চান।
213268
২৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০৪
ঈগল লিখেছেন : বেদনা মধুর' কমেন্টের জবাবে আপনি লিখেছেন 'অতি সুন্দর মন্তব্যে জন্য অতি সুন্দর ধন্যবাদ। সেই সাথে আল্লাহর দরবারে কামনা করি আল্লাহ আমাদেরকে সত্য বুঝার তৌফিক দান করুন।'

ভাই, উক্ত কমেন্টটি যদি আপনি ইখলাসের সাথে লিখে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করছি, আপনার এই পোস্টটি মুছে ফেলুন।

কিন্তু
অন্য একজনের কমেন্টের জবাবে লিখেছেন 'সনি টিভি সরাসরি বদমাইশি করে আর পিচ টিভি নেক সুরতে বদমাইশি করে'

আপনাকে অনুরোধ করছি, বদমাইশির ধরন কেমন সেটা নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে আমার মত অধমও হয়ত কিছু শিখতে পারত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File