আপনি জানেন কি? জাকির নায়েক দাজ্জালের ভাই রূপে আবির্ভূত হয়েছে?
লিখেছেন লিখেছেন হাসান কবীর ২২ এপ্রিল, ২০১৪, ০৯:২২:০১ সকাল
আপনি জানেন কি? জাকির নায়েক পিচ টিভির মাধ্যমে বাঙলাদেশের মত গরীব রাষ্ট্র থেকে জাকাত সংগ্রহ করে সেই টাকা বাংলাদেশের কিছু অল্প শিক্ষিত বেকারদের হাতে ধরিয়ে দিয়ে এদেশের মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করছে আহলে হাদীস নাম দিয়ে। তাদের অধিকাংশই নামাজ না পড়লেও প্রায়ই বলে বেড়ায় আমাদের মসজিদের ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। কারণ তারা জোরে আমীন বলে না। এতএব, জাকির নায়েকের ফেতনা থেকে দূরে থাকুন। সে বর্তমান সময়ের মুসলমানদের জন্য দাজ্জালের ভাই রূপে আবির্ভূত হয়েছে।
বিষয়: বিবিধ
২১৯৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রশ্ন 'আমাদের মসজিদ বলতে আপনি কি বুঝাচ্ছেন?
না হলে ভাইকে চিনলেন কি করে।
এখন, জাকির নায়েক খাওয়াইতে চান।
ভাই, উক্ত কমেন্টটি যদি আপনি ইখলাসের সাথে লিখে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করছি, আপনার এই পোস্টটি মুছে ফেলুন।
কিন্তু
অন্য একজনের কমেন্টের জবাবে লিখেছেন 'সনি টিভি সরাসরি বদমাইশি করে আর পিচ টিভি নেক সুরতে বদমাইশি করে'
আপনাকে অনুরোধ করছি, বদমাইশির ধরন কেমন সেটা নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে আমার মত অধমও হয়ত কিছু শিখতে পারত।
মন্তব্য করতে লগইন করুন