নববর্ষ

লিখেছেন লিখেছেন হাসান কবীর ১৪ এপ্রিল, ২০১৪, ০৯:৩৩:৩৭ সকাল

০৪/০৪/২০০৮

পাকা ধানের মিষ্টি গন্ধ, পাখিদের কলতান,

বাংলাজুড়ে হৈ-হুল্লোড় বাউলের কণ্ঠে গান।

স্নিগ্ধ হাওয়ার পরশ পেয়ে খুলে গেল দুটি আঁখি,

বাঁশীর সুরে প্রাণটা দোলে এলো বুঝি বৈশাখী।

পুরোনো সূর্য অস্ত গিয়েছে হয়েছে নব ভোর,

পূরবী হাওয়ায় ভেসে আসছে একতারার সুর।

ঝরে গেছে পুরোনো জঞ্জাল, ফুটেছে নতুন ফুল,

মাঠে-ঘাটে বাজছে দেখ বাংলা মায়ের ঢোল।

নববর্ষের প্রথম সূর্যোদয় আজ, নব আলোয় পূর্ণ,

চঞ্চল হয়ে উঠেছে আবার যে মন ছিল অকর্মণ্য।

সাথে এনেছে কত যে প্রেম, কত যে রঙধনু,

বলা-ই ভার কত রঙে যে ঢেউ খেলে যায় তনু।

কত আনন্দ, হাসি-খুশি ভরা এ বৈশাখ,

কৃষাণের মুখের হাসি দেখে হতে হয় শুধু অবাক।

চির যৌবনা বাংলার রূপ স্মৃতি চির অম্লান,

নববর্ষে প্রত্যাশা মোদের নব দিগন্ত কর হে দান ॥

(আমার “তবুও মানুষ বাঁচে” গ্রন্থ থেকে)

বিষয়: বিবিধ

৮৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207512
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৮
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File