রক্ত-মাংস চায় না আল্লাহ

লিখেছেন লিখেছেন হাসান কবীর ০৮ এপ্রিল, ২০১৪, ০৮:০৬:২৪ রাত

রক্ত-মাংস চায় না আল্লাহ কুরবানীর আমার,

চামড়াও চায়না প্রভু মাওলা পরওয়ারদেগার ॥

চায় যে শুধু গোনাহ থেকে আমি হই পবিত্র,

নরকে যেন না জ্বলে আমার সাধের গাত্র।

দয়াল করুণার আধার ॥

কুরবানীর আদেশ দিয়ে আল্লাহ দেখে বান্দার মন,

তার জন্যই করে কুরবানী, নাকি দেখাতে ভূবন।

তিনি দিলের যামিনদার ॥

মনে যদি থাকে লোক দেখানোর বিন্দুমাত্র আশা,

এটাই তার কাল হবে, আখেরে নিরাশা।

পাবে না শেষ কালে পার ॥

(আমার “তবুও মানুষ বাঁচে” গ্রন্থ থেকে)

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204664
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : রক্ত-মাংস চায় না আল্লাহ কুরবানীর আমার,
চামড়াও চায়না প্রভু মাওলা পরওয়ারদেগার ॥
চায় যে শুধু গোনাহ থেকে আমি হই পবিত্র,
নরকে যেন না জ্বলে আমার সাধের গাত্র।

চমৎকার লিখেছেন। Rose
204672
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৮
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
204718
০৮ এপ্রিল ২০১৪ রাত ১০:০৪
শিশির ভেজা ভোর লিখেছেন : ভালো লাগলো। আসলে আমরা বিপথগামী হতে চলছি। আল্লাহ যা চায় আর আমরা যাই তার বিপরীতে।
204812
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:৪০
মোবারক লিখেছেন : কুরবানীর আদেশ দিয়ে আল্লাহ দেখে বান্দার মন,

তার জন্যই করে কুরবানী, নাকি দেখাতে ভূবন
ভালো লাগলো।
204814
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:৪২
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
খুবই সুন্দর লিখেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File