আমি জঙ্গী

লিখেছেন লিখেছেন হাসান কবীর ১৭ জুলাই, ২০১৩, ০১:১৮:০২ দুপুর

চারিদিকে শুনছি আজ হাহাকার আর

কান্নার করুণ সুর,

উৎপীড়িতের আর্তনাদে ঘুম ভাঙে আজ

পাখির ডাকে হয় না ভোর।

আমার দেশের নগর-গ্রামে

সকাল-সন্ধ্যা বেলা,

আমার ভাগ্য নিয়ে সদায়

আমার নেতাই করছে খেলা।

স্বাধীন দেশের মুক্ত জমিন

আমি তবু স্বাধীন নই,

অসঙ্গতির কথা বললেই আমি

মৌলবাদী-জঙ্গী হই।

অথচ এই রাজার তেলেই

নাস্তিকতার হয় লালন,

মুসলমানের নাম নিয়েই

মুসলিমদের করছে দলন।

তোমাদের সকল অপকর্মে

আমিই প্রথম সোচ্চার হই,

তাইতো আমি জঙ্গী তবে

অস্ত্রধারী নাই ।

বিষয়: সাহিত্য

৮৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File