ওয়াজে পরনারীকে তেতুলের সাথে তুলনা করলে সংসদে আলোচনা হয়, সিনেমাতে ধর্ষণের সময় উঃ আহ্ করলে সংসদে আলোচনা হয় না কেন?
লিখেছেন লিখেছেন হাসান কবীর ১৫ জুলাই, ২০১৩, ০৫:৫৮:৫৯ বিকাল
সম্প্রতি শফী হুজুরের বহু প্রাক্তন একটি ওয়াজের কাটিং কপি নিয়ে বেশ সরগরমে আছে পুরো বাংলাদেশ। এমন কি আমাদের সরকার প্রধানও সংসদের এ নিয়ে বেশ প্রফুল্ল বদনে সমালোচনা করেছেন। সমালোচনার কারণ হচ্ছে এই ওয়াজে তিনি পরনারীকে তেতুলের সাথে তুলনা করেছেন। এতে নাকি নারী জাতির সম্ভ্রম হানি করা হয়েছে।
অথচ প্রতিনিয়ত বাংলা সিনেমাগুলোতে লম্পট দিয়ে নারীকে ধর্ষণ করার চিত্র চিত্রায়িত এবং প্রদর্শিত হচ্ছে। এই চিত্রে দেখা যায় কয়েকজন লম্পট মিলে একটা নারীকে ধর্ষণ করে। আর নারীটি তখন যন্ত্রণা উহ আহ শব্দ করে। প্রশ্ন হলো এসব চিত্রে কি নারীর সম্ভ্রমহানি হয়না? নাকি তখন_ ধর্ষণের চিত্র করেছে করুক, উহ আহ করেছে করুক, অভিনয়তো দারুণ করেছে মেয়েটি_ এই বলে মর্যাদা বাড়ে? তখন কেন আমাদের সরকার প্রধানরা সংসদে দাড়িয়ে বলেনে না যে_ যারা এসব চিত্র তৈরি করে, মানুষকে দেখায় তাদের কি মা বোন নেই? যারা চিত্রে ধর্ষণ করে তাদের কি মা বোন নেই? যারা চিত্রে ধর্ষিত হচ্ছে তাদের কি মা বোন নেই?
নাকি সরকার চাচ্ছে দেশে আমেরিকার মত প্রতি ৪৬ সেকেন্ডে একটি ধর্ষিত হোক। তাই এসব সিনেমা তৈরির ব্যাপরে নীরব ভূমিকা পালন করছে। আর যারা এসব থেকে নারীর ইজ্জত রক্ষার জন্য উদাহরণ দিয়ে ব্যাপারটি বুঝাতে চাচ্ছে তাদের পিছনে আদাজল খেয়ে লেগেছে।
যারা সমালোচনা করছে তারা আমার জানা মতে বড় বড় ডিগ্রীধারী। যাদের উদাহরণ বুঝার মত বোধ ক্ষমতা নেই তারা কি করে এত বড় বড় ডিগ্রী অজর্ন করল? ডিগ্রীগুলো কি তবে ঘষামাজার ফসল?
বিষয়: বিবিধ
১৪৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন