লাইসেন্সধারী ডাকাত
লিখেছেন লিখেছেন হাসান কবীর ০৫ জুলাই, ২০১৩, ০৫:২৪:৪৮ বিকাল
লাইসেন্সধারী ডাকাত বলে
জনতা যাদের চিনে,
নতুন ডাকাতেরা আবার
লাইসেন্স নিল কিনে।
এরা এত সভ্য ডাকাত
অস্ত্রশস্ত্র নেই,
কথায় তাদের সরল মানুষ
হারিয়ে ফেলেন খেঁই।
সেই সুযোগের সদ্ব্যবহার
করে ডাকাত দলে,
সব কিছু ছিনিয়ে নেয়
ছলে বলে কৌশলে।
দিন এনে দিন খায়
এমন লোকই শিকার,
নতুন করে বীমা কোম্পানির
ছিল কি দরকার?
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন