থামাও লাশের খেলা

লিখেছেন লিখেছেন হাসান কবীর ০৪ জুন, ২০১৩, ১০:০৪:০১ সকাল

ভুলে যেওনা,

আজ যারা মারছে

যারা মরছে

তারা সবাই একই মায়ের সন্তান।

তুমি কায়েমী স্বার্থবাদী বলেই

দুই হাতের মাঝে কাঁটার কাজ করছ।

বন্ধ কর তোমার এ চোর পুলিশ খেলা,

কারণ তাদের সাথে তোমার

বিমাতা সুলভ আচরণ

খুব একটা ভাল দেখায় না।

ঘটনা প্রবাহে যদি তাদের বোধোদয় হয়,

পুলিশের হাতে শিবিরের রজনীগন্ধা যা প্রমাণ করে

ভাই ভাই মিলে যায়;

তবে তোমার পালানো পথ রুদ্ধ।

অতএব, থামাও লাশের খেলা

আর লম্বা করো না লাশের মিছিল

পরিহার কর ফ্যাসিবাদী আগ্রাসী রূপ

ফিরে আসো শান্তির পথে।

বিষয়: বিবিধ

১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File