গাই ক্ষমতার জয়গান
লিখেছেন লিখেছেন হাসান কবীর ১৩ মে, ২০১৩, ১২:১৭:৩৪ দুপুর
প্রায় বছর খানেক আগে একটি কবিতা লিখেছিলাম ক্ষমতার জয়গান নামে। দেশে যা চলছে, যা হচ্ছে তাতে কিছু করার নেই, কিছু বলার নেই। আছে শুধু নিরব দর্শকের মত দেখা। এছাড়া দ্বিতীয় কোন পথ নাই। কারণ গ্রেফতার আতঙ্ক এখন শহর নগর ছাড়িয়ে অজোপাড়া গায়েঁ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যারা রাতের আঁধারে নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর হামলে পড়ল তাদের ব্যাপারে কোন কথা নাই। উল্টো যাদের উপর হামলে পড়ল, যাদের রক্তে রাজপথের রাজনৈতিক কলঙ্ক ধুয়ে গেল তাদেরই প্রেফতার করে রিমান্ডে নেয়া হচ্ছে। রাজার প্রহরী তাদের গ্রেফতারের জন্য সাজোয়া যান নিয়ে সারা দেশ চড়ে বেড়াচ্ছে। এমতাবস্থায় কিছু বলার অর্থ তো বেকুবেও বুঝে। তাই বলি কিছু বলার নাই, কিছু করার নাই। শুধু ফ্যালফ্যালিয়ে চেয়ে থাকা ছাড়া। নজরুলের ভাষায়_ জানো কি রাজার প্রহরী খুৎজছে কারে? বলাতো যায় না যদি আমাকেউ খুজেঁ তবে এ লেখাই হয়তো বা শেষ লেখা। তাই কবিতার প্রথম চরণ দিয়েই লেখাটি শেষ করছি।
গাই ক্ষমতার জয়গান
ক্ষমতার চেয়ে নাই কিছু বড়, নাই কিছু মহীয়ান।
গাই ক্ষমতার জয়গান।।
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন