সর্বদলীয় সরকার নিয়ে তিন দলের অবস্থান
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ০৭ নভেম্বর, ২০১৩, ১০:৩৫:৫৪ রাত
(ঘটনা-১)
জামায়াতের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী ফোন দিলেন।
>‘’শেষবারের মতো জানতে চাইছি, সর্বদলীয় সরকারের অধীনে আমরা যে নির্বাচন করতে যাচ্ছি সে নির্বাচনে আপনারা আসবেন কি আসবেন না?’’
>>‘’শেখ হাসিনা বা সর্বদলীয় সরকারের অধীনে জামায়াতে ইসলামী নির্বাচনে যাবে না যাবে না যাবে না।’’
>‘’ওকে, তাহলে আগামীকাল নির্বাচন কমিশনকে দিয়ে একটা সংবাদ সম্মেলন করাবো। আপনাদের নিবন্ধন বাতিলের ঘোষণা কালই শুনতে পাবেন।’’
>>>‘’যা করার করেন, জামায়াতে ইসলামী এইসব হুমকি-ধামকিকে পরোয়া করে না। এটি কোন ঠুনকো আদর্শের দল নয় যে অবৈধ আপসের মাধ্যমে সত্য আদর্শকে জলাঞ্জলি দিবে।’’
(ঘটনা-২)
প্রভাবশালী মন্ত্রী ফোন দিলেন বিএনপির প্রভাবশালী এক নেতাকে।
>‘’নেতা সাহেব, সর্বদলীয় সরকারের অধীনে আপনারা কি নির্বাচনে যাচ্ছেন? নাকি বিএনএফকে দিয়ে আপনাদেরকে একটু সিস্টেমে ফেলে দিব? আর মামলার কথা একটু মনে রাইখেন।’’
>>‘’মাননীয় মন্ত্রী, একটু অপেক্ষা করুন প্লিজ। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কয়েকদিনের মধ্যে একটা বিহিত হয়ে যাবে ইনশাল্লাহ। প্লিজ এখনই কিছু করবেন না।’’
>‘’ঠিক আছে, আর কয়েকদিন অপেক্ষা করব, এরপর আমরা ডাইরেক্ট একশানে চলে যাব। কথাটা মনে থাকে যেন।’’
(ঘটনা-৩)
প্রভাবশালী মন্ত্রী লে জে হু মু এরশাদ সাহেবকে ফোন দিলেন।
>‘’এরশাদ সাহেব, দিন-কাল তো বেশ ভালোই কাটছে আপনার। যেভাবে বলেছি, সেভাবেই তো এগোচ্ছেন মাশাল্লাহ। শেষ মুহূর্তে আবার উল্টাই যাইয়েন না।’’
>>‘’হা হা হা, কি যে বলেন না। গত ৫ বছর যেভাবে বলেছেন সেভাবেই তো চলছি।’’
>‘’দেখেন এরশাদ সাহেব, আমাদের দলের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় অনেক মামলা হয়েছে, কিন্তু আপনার বা আপনার দলের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে গত ৫ বছর বাংলাদেশের কোনো থানায় সামান্য একটা জিডিও কিন্তু আমরা করি নাই, কথাটা মনে রাইখেন।’’
>>‘’জী জী তা তো অবশ্যই। আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না। ঠিক সময়ে আমাকে আপনারা পেয়ে যাবেন। এখন নেতা-কর্মীদের চাপে একটু নিরব আছি, এই যা।’’
>‘’হুম, আপনার আবার যে চরিত্র, কখন উল্টে যান ভরসা নাই।’’
>>‘’আরে না না। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে চরিত্রের প্রয়োজনে আমি নগ্ন হতেও প্রস্তুত আছি।’’
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন