টেলিফোন আলাপ ফাঁস করে শেখ হাসিনা নিজেই ফেঁসে গেলেন

লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ২৯ অক্টোবর, ২০১৩, ০৮:৪৯:৩৬ রাত

বেগম জিয়া-শেখ হাসিনার ফোনালাপ প্রকাশের সিদ্ধান্ত আওয়ামী লীগের যে নেতার মাথা থেকে বেরিয়েছে তার মস্তিষ্কে যে সমস্যা আছে তা আমি ১০০% নিশ্চিত। ঐ নেতা মনে করেছিল, ফোনালাপ প্রকাশ পেলে শেখ হাসিনা হয়তো জনগণের কাছ থেকে কিছু সহানুভূতি লাভ করবে, কিন্তু সহানুভূতি তো দূরের কথা এই ফোনালাপ প্রকাশের কারনে শেখ হাসিনা রাজনৈতিকভাবে ভাবে বেগম জিয়ার কাছে পরাজিত হলেন এবং কিছু জিনিস সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছেঃ

১) সাধারণ মানুষের কাছে এই কথা পরিষ্কার হয়ে গেছে, শেখ হাসিনা আসলে সংলাপের মাধ্যমে কোনরকম সমাধান চান না, শুধু লোক দেখানো একটি সংলাপের আয়োজন করতে চাচ্ছেন। যদি সমাধান চাইতেন তাহলে বেগম জিয়াকে বারবার সর্বদলীয় সরকারের কথা বলতেন না।

২) শেখ হাসিনা ২৭ তারিখ বা ২৯ তারিখ বা অন্য কোনো তারিখে বেগম জিয়ার সাথে সংলাপে বসতে চাচ্ছেন না, শুধু ২৮ তারিখ ২৮ তারিখ বলে মুখে ফেনা তুলে ফেলেছেন। এর মাধ্যমে প্রমাণিত হল, জামায়াত-শিবিরের কাছে বেগম জিয়াকে খাটো করার উদ্দেশ্যেই শেখ হাসিনা শুধু ২৮ তারিখ সংলাপের কথা বলেছেন। ২৮শে অক্টোবর শুধু জামায়াত-শিবিরের কাছে না, এই দেশের মানবতাবাদি মানুষের কাছে একটি 'কালো দিবস', বেগম জিয়া এটা বেশ ভালো করেই জানেন যে ২৮শে অক্টোবর শেখ হাসিনার নৈশভোজের যোগ দেয়া মানে লগি-বৈঠার আঘাতে হত্যা হওয়া মানুষের সাথে তামাশা করা।

৩) শেখ হাসিনার রাজনীতি করার শেষ পুঁজি হচ্ছে 'মুক্তিযুদ্ধ' '১৫ই আগস্ট' '২১ই আগস্ট', এ ছাড়া শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোন যোগ্যতা বা কোয়ালিটি নেই দেশ পরিচালনা করার।

৪) শেখ হাসিনা যে ভাষায় বারবার 'সর্বদলীয় সরকার' পদ্ধতির কথা বলছিলেন, তাতে এ কথা আর বুঝতে বাকী নেই যে তারা এই পদ্ধতির মাধ্যেম একটি বড় ধরণের প্রহসনের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

৫) 'আমি ৫ ওয়াক্ত নামায পড়ি, কুরআন পড়ি'- এইসব কথা যারা সবসময় বলে বেড়ায়, তারা যে শুধু লোক দেখানো ইবাদাত করেন, তা আরেকবার প্রমাণিত হল।

৬) শেখ হাসিনা ইচ্ছে করেই রেড টেলিফোন ডেড করে রেখেছিলেন, যাতে মোবাইলে কথা বলে দুইজনের মধ্যকার কথোপকথনগুলো রেকর্ড করে রাখা যায়। কারন রেড টেলিফোনে কথোপকথন রেকর্ড করা যায় না বা আড়িপাতা যায় না। শেখ হাসিনার পক্ষ থেকেই কথোপকথন রেকর্ড হচ্ছিল তাই তিনি শান্তভাবে কথা বলছিলেন, আর খালেদা জিয়া অনায়াসে তাঁর ক্ষোভ ঝেড়েছেন।

৭) একটি সরকারের দুরভিসন্ধি না থাকলে তারা কখনো তাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর কথোপকথন বাজারে ছাড়ত না।

বিষয়: রাজনীতি

১৬২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File