হতভাগার নেট ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন হতভাগা ২৪ জুন, ২০১৭, ০৪:৪০:১৭ বিকাল
১. 
বিশ শতকের গোড়ার দিকে যখন আমেরিকার ক্ষমতাসীন দল কংগ্রেসে আলাস্কা কেনার প্রস্তাব এনেছিল তখন পার্লামেন্টের লোকেরা সবাই ক্ষেপে গিয়েছিল যে এত দাম দিয়ে আমেরিকা একটি বরফ খন্ড কিন্তে যাচ্ছে ? রাশিয়ানরা আমেরিকার কাছে আলাস্কা বেচেছে বেশ হাসি মনেই ।
বৈশ্বিক উষ্ণতার ফলে এখন আলাস্কার বরফ (গ্লসিয়ার্স)গলে যাচ্ছে। এর ফলে সেখানে নাকি প্রচুর খনিজ সম্পদেও সন্ধান পাওয়া যাচ্ছে।
২. 

আড়ংয়ের ভড়ং দেখে আর বাঁচি না
৩. 
নাড়ীর টানের এমন লোক দেখানোপনা অস্থিরতা কত মানুষের জীবন নিয়ে নেয় !! রংপুরে ঘুমুরিয়া চালকের হকচকানোর কারণে ১৬ জন ঈদ যাত্রী স্পট ডেড। ১৫ জন আহত।
বাংলাদেশের মানুষের এরকম ভাবের কারণে যান বাহনের ভাড়া এসময়ে আকাশচুম্বী হয়ে ওঠে । শত শত মানুষ প্রাণ হারায় এই অযথা অধৈর্য্যের কারণে । এতই যদি নাড়ীর টান থাকে তাহলে সেখানে থাকলেই তো পারতো?
৪. 
কোন মেয়ে কি কোন ছেলেকে এরকমভাবে সার্ভিস দেবে - নোট জোগাড় করে আনা , ফটোকপি করে দেওয়া (নিজ খরচে) , ফ্রিকুয়েন্টলি কেএফসিতে নিয়ে যাওয়া ও গিফট দেওয়া?
এই কামলাকে সে বিয়ে করবে না এটা নিশ্চিত । তাই নগদ যা পাও হাতিয়ে নাও ।
৫. 
ঈদের পর চুড়ি পড়েই চলবে মহা আন্দোলন !!
৬.
বাংলাদেশ বিরল প্রতিভায় ভরপুর একদেশ । এদেরকে ১০ টা নোবেল দিলেও এদের যথযোগ্য মূল্যায়ন হবে না ।
৭. 
উনার সামনের বাম দিকে দেখাই যাচ্ছে যে সিট খালি আছে । উনি যে শো-অফ করতে দাড়িয়ে আছেন সেটা উনি মনে হয় বোঝেন নাই।
৮. 
ক্রিকেটারদের মধ্যে কোহলি মনে হয় ফেসবুক , টুইটারে ভালই সময় দেয় সবার চেয়ে বেশী।
৯. 
বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । সনাতনী এই আপুর ভঙ্গিমাই বলে দেয় বাংলাদেশ অনেক এগিয়েছে। এক বিখ্যাত স্যারের মতে - কোন দেশ কেমন চলছে তার ভাল একটা ইন্ডিকেটর হল সে দেশের সংখ্যালঘুরা কেমন আছে।
১০.
শিশু লীগও এখন নাম লিখিয়েছে । মানে একেবারে শৈশব থেকে রাজনীতিতে দীক্ষা নিতে , বাচ্চাকাচ্চাদেরও রাজনীতি সচেতন তথা সক্রিয় অংশগ্রহনে আওয়ামী লীগ ভালই ভূমিকা রাখতেছে ।
পশুদেরও এই চান্স দেওয়া উচিত 
]
১১.
ফেসবুক ব্যবহারে বাংলাদেশ নাকি ২য় অবস্থানে । সেলফি তোলাতে ?
১২. 

আপনি গলি মে হর বিল্লি শের হোতা হ্যায় অর হর শের ভিন গলি মে বিল্লি বন যাতা হ্যায়।
১৩.
বক্তৃতা হল ঘুমের সবচেয়ে ভাল ঔষধ
১৪.
বাংলাদেশ ক্রিকেট দলের বড় খেলোয়াড়
১৫.
ভারতীয় এমপি 
বাংলাদেশের রাষ্ট্রপতি
১৬.
মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম শ্রেষ্ঠ ধারক+বাহক ও তার দল ।
যুদ্ধের সময় উনি কেবলমাত্র লেফট রাইট শুরু করছিলেন যুদ্ধে যাবার জন্য , তাতেই বাংলাদেশ জিতে গেছে । মাঠে নামলে না জানি ২৮ মার্চই (১৯৭১) দেশ স্বাধীন হয়ে যেত !! 
চেতনার দীক্ষা নিতে আসা এক চেতনাকামীকে নিজের কাছে এনে হাতে কলমে শিক্ষা দীক্ষায় উন্নত করতেছেন।
১৭. 
রোজার শেষ ১০ দিনের একটা মহা (!) গুরুত্বপূর্ণ আমল (নাউজুবিল্লাহ) , যেটার জন্য অনেকে সেহরী খাওয়ার সময় পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়।
১৮.

নারীদের এগিয়ে যাওয়ার একটি ইন্ডিকেটর । একবিংশ শতকে নারীরা এখন হাতে পিস্তল নিতে পারে , ছেলেরা সেই আদিযুগের গুলাল নিয়ে পড়ে আছে।
১৯.

ছবির লোক দুটি কি একই জন , নাকি ভিন্ন ভিন্ন কেউ ? নাম বলতে পারবেন ?
২০. 
৫২ তাসের দিন শেষ । এখন ৫৩ নং কার্ড এসে গেছে , ট্রাম্প কার্ড।
বিষয়: বিবিধ
১৭৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এরা ইসলামে ফিরেছে মানে কি এই যে এদের ফিরে আসায় ইসলাম আরও জাতে উঠলো ?
ইসলামের স্ট্যাটাস এদের আগমনে জৌলুসপূর্ণ হয়ে উঠলো ?
আর কারা ইসলাম ধর্মে ফিরলো কি ফিরলো না তাতে কি আল্লাহর কিছু আসবে যাবে ? আল্লাহ কি অভাবহীন ও অমুখাপেক্ষী এবং প্রশংসিত নন?
সারা বিশ্বের একজন মানুষও যদি ইসলাম ধর্মে না আসে সেটাতে কি আল্লার একচ্ছত্র আধিপত্য বিন্দুমাত্রও কমবে ? আল্লাহ কি ইসলামকে তার মনোনীত ধর্ম বানান নি ? ইসলাম ধর্মে সঠিকভাবে আসা আল্লাহর দয়া ছাড়া হতে পারে না ।
ব্লগে , ফেসবুকে আমরা এরকম বিধর্মীদের ইসলাম ধর্ম গ্রহন করাতে যেরকম উল্লসিত , উচ্ছসিত হয়ে উঠি ; পোস্ট করি , কমেন্ট করি - সেটাতে মনে হয় যে ইসলাম ধর্ম আসলেই এদের পেয়ে ধন্য হয়েছে । এখন ইসলামকে পঁচাতে পশ্চিমারা সমঝে চলবে ।
দারুন।
http://islamisomaj.org/ দাওয়াত থাকলো, অনেক আইনই শরিয়াহ আইনের কাছা কাছি। আল্লাহই ভাল জানেন। কত দেরী।
মন্তব্য করতে লগইন করুন