জনগণের সমর্থনে উন্নয়নের সোপানে দেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ জুন, ২০১৭, ০৪:২৬:৩৯ বিকাল
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনির্বাণ চেতনায় বিশ্বাসী আওয়ামীলীগ সরকার মানবসম্পদ উন্নয়নের মধ্য দিয়ে একটি উন্নত জাতি গঠনে বদ্ধপরিকর। তবে অতীতে রাষ্ট্রক্ষমতায় থাকা যে চিহ্নিত অপশক্তি দেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না তারা কখনো দেশের কোনো উন্নতি করেনি। তারা ক্ষমতায় থাকাকালীন শুধুমাত্র নিজেদের ভাগ্য গড়তে ব্যস্ত থেকেছে। পঁচাত্তরের পরের ২১টি বছর যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারপরও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে যখন গণমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে গণআস্থা অর্জন করে উত্তরোত্তর আত্মবিশ্বাসী হয়ে উঠছেন, তখন বিএনপির নেত্রীর চেহারায় দুশ্চিন্তার ভাবটা আর ঢাকা যাচ্ছে না। তবে ইদানীং কণ্ঠে জোর এনে তিনি সুষ্ঠু নির্বাচনের আওয়াজ তুলছেন। কিন্তু সেটা কীভাবে ঘটবে বা ঘটানো সম্ভব, সে বিষয়ে তার কিংবা তার দলের কারো কোনো উপায় জানা আছে কিনা সেটাতেও যথেষ্ট সন্দেহ আছে। তাছাড়া যে সহায়ক সরকারের কথা তিনি বলছেন, সেটাও অস্পষ্ট। তার এই ধারণাটিও যেন বর্তমান বাস্তবতায় তামাদি হয়ে পড়েছে। সনাতন পথে পশ্চিমা কূটনীতিক ও দাতা দেশের কিছু প্রতিনিধিদের এ বিষয়ে ওকালতির জন্য আনা হচ্ছে। এ পথে অতীতে কাজ হয়নি, যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা কিছু ব্যবস্থা নিয়ে বাংলাদেশের রপ্তানি আয়ে চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা ছিল। তবে পুঁজিবাদী দেশগুলো নিজেদের স্বার্থেই বেশি একটা চাপ দেননি। তাছাড়া বাংলাদেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক বিবেচনায় ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ। আওয়ামীলীগ এ ক্ষেত্রে এখনো সফল। কাজেই দেখা যাচ্ছে যে, একমাত্র আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশ ও জাতির উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশের অর্থনীতি আজ মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যার কারনেই বর্তমানে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। বর্তমানে বাংলাদেশর শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যসহ সামাজিক সূচকের অগ্রগতি সর্বমহলে প্রশংসিত। কাজেই এটা সবার কাছেই পরিষ্কার যে, বিভিন্ন সময় ক্ষমতায় অন্যান্য দল থাকলেও দেশের উন্নয়নের পেছনে আওয়ামীলীগ সরকারের অবদানই অনেক বেশি। যেখানে জনগণের সমর্থনেই বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের সোপানে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশির দশকে যে দেশ ক্ষুধা, মঙ্গা, জলোচ্ছ্বাস ও দুর্ভিক্ষে আক্রান্ত-ভিক্ষুকের দেশ ছিল সেই বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যার দৃঢ় সংকল্পে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। তার সাহসী পদক্ষেপের সমন্বয়ে সমৃদ্ধির ও উন্নয়নের পথে উন্মোচিত হচ্ছে নতুন এক বাংলাদেশ। কাজেই আসুন, বিজয় নিশান হাতে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে হাতে হাত ধরে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই ভবিষ্যতের সোনালী দিনগুলোতে।
বিষয়: বিবিধ
৭২১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন