আবারও কি শুরু হইলো ? এগুলি কি !

লিখেছেন লিখেছেন হতভাগা ১৪ অক্টোবর, ২০১৬, ১০:১৮:০৪ সকাল



আগেও এরকম ইস্যু নিয়ে পোস্ট দিয়েছিলাম । কিছুদিন সরিয়ে নিয়ে আবারও শুরু করে দিয়েছে এসব নোংরা ছবির এড দিতে ।

ব্লগটা তো ভাই পর্ণ সাইট হয়ে যাচ্ছে ।

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378694
১৪ অক্টোবর ২০১৬ দুপুর ০২:৩৭
নূর আল আমিন লিখেছেন : "এভাবে চলতে থাকলে সুনাম হারাবে টুডেব্লগ
১৪ অক্টোবর ২০১৬ রাত ০৮:২৪
313690
হতভাগা লিখেছেন : সম্পাদক নামে এক নিক নাকি আছে । বেশ মুড নিয়ে কথা বলেছিল এরকমই আরেকটি পোস্টে। বলেছিলেন স্ক্রিন শট দিতে । দিলাম তো ।
378695
১৪ অক্টোবর ২০১৬ বিকাল ০৪:২২
১৪ অক্টোবর ২০১৬ রাত ০৮:২৯
313691
হতভাগা লিখেছেন : এগুলো ক্লিক করে লিংকে গিয়েছিলাম । পুরাই মাথা গরম করা জিনিসের পসরা সাজাইয়া রাখছে ।
378697
১৪ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:২৮
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : বিরক্তিকর এ্যড নিয়ে বেশ করেকবার পোষ্ট দিয়েছি। কারো কোন দায় আছে বলে মনে হচ্ছেনা। ঐসব এ্যাড সেন্স থেকে ক' পয়সা পায় ব্লগ কতৃপক্ষ? আসেন আমরা কেউ ভুলেও ওসব এ্যডে না ক্লিকাই। তাছাড়া অধিংকাংশ এ্যাডগুলি আপনাকে যে সাইটে নিয়ে যাবে সেগুলু ভাইরাস আর মলওয়্যারের খনি।

১৪ অক্টোবর ২০১৬ রাত ০৮:৩১
313692
হতভাগা লিখেছেন : ঐ সাইটগুলিতে ঢুকলে সারাদিনেও বের হওয়া যাবে না !
378714
১৫ অক্টোবর ২০১৬ সকাল ১০:৪২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বিরক্তিকর ও বিব্রতকর। অফিসে ব্লগ ওপেন করলে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয় যখন কেউ রুমে এসে মনিটরে চোখ দেয়।
১৫ অক্টোবর ২০১৬ সকাল ১১:০২
313693
হতভাগা লিখেছেন : মনে করে যে - আশে পাশে কেউ নেই মনে করে এই সুযোগে পর্ণ সাইট ওপেন করেছে
378719
১৫ অক্টোবর ২০১৬ বিকাল ০৪:৩৯
স্বপন২ লিখেছেন : ভাল ব্লগ পেলে ওখানে যাওয়া উচিৎ। আপনার
সাথে একমত।
১৬ অক্টোবর ২০১৬ সকাল ০৮:১৬
313706
হতভাগা লিখেছেন : টুডে তো ভাল ব্লগই ছিল । এখনও মনে করি সেটাই আছে । তবে এরকম নোংরা নোংরা বিশ্রী বিশ্রী ছবি দিলে তো পিসিই অন করা কঠিন হয়ে যাবে ।
378736
১৬ অক্টোবর ২০১৬ সকাল ০৮:০৬
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ অক্টোবর ২০১৬ সকাল ০৮:১৭
313707
হতভাগা লিখেছেন : কোনটা অনেক ভাল লেগেছে ?
378738
১৬ অক্টোবর ২০১৬ সকাল ১০:৩২
চ্যাংরামানুষ লিখেছেন : চরম বিব্রতকর ব্লগে ঢুকতে লজ্জা হয়।
১৬ অক্টোবর ২০১৬ সকাল ১১:৩৫
313713
হতভাগা লিখেছেন : নাগরিক বা সামু ব্লগেও এরকম কিছু চোখে পড়ে নাই
379378
০২ নভেম্বর ২০১৬ বিকাল ০৪:০৮
কুয়েত থেকে লিখেছেন : সকলকে সর্তক হওয়া উচিৎ। নোংরামি থেকে আল্লাহ সকলকে হেফাজত করুন। আপনাকে ধন্যবাদ
০৪ নভেম্বর ২০১৬ দুপুর ০২:৩৭
314156
হতভাগা লিখেছেন : ডিজিটাল দুনিয়ায় তাল সামলাতে না পারলে টাল মাটাল হওয়া নিশ্চিত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File