রোহিঙ্গা স্বাধীনতাকামীরা - এক দু:সাহসী স্বপ্নের হাতছানি
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৪ অক্টোবর, ২০১৬, ০৭:০১:১১ সকাল
গত ক' বছর ধরে মায়ানমারের রোহিঙ্গাদের উপর যে ভয়াবহ নির্যাতন হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। রাজনৈতিকভাবে লো-প্রোফাইল হওয়ার কারণে আন্তর্জাতিক মিডিয়ায় রোহিঙ্গাদের খবর কাভারেজ পেয়েছে খুব সামান্যই। সামারিক বাহিনীর ছত্রচ্ছায়ায় বৌদ্ধরা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে। ছোট-ছোট বাচ্চাদের জ্বলন্ত আগুনে ছুড়ে ফেলে মারছে। মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করছে, স্তন কেটে ফেলছে। রোহিঙ্গারা খুবই অশিক্ষিত এবং আন্তর্জাতিকভাবে তাদের পক্ষে কথা বলার ও কেউ নেই । সবচাইতে দূর্ভাগ্যের বিষয় হল প্রতিবেশী বাংলাদেশে ও তারা পেয়েছে নিদারুণ অবহেলা আর নির্যাতন। অথচ এই বাংলাদেশের মুসলমানদের জন্য এই রোহিঙ্গা ভাইদের পাশে দাঁড়ানো ফরজ ছিল বলে আমি মনে করি।
অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মত কোন নেতৃত্ব ওদের মাঝে নেই । তারপর ও আমার কেন যেন মনে হচ্ছিল সময়ের প্রয়োজনে ঠিকই ওরা রুখে দাঁড়াবে। দাঁড়িয়েছে ও! অনলাইনে ভেসে বেড়ানো ভি ডি ও দেখে আমার বিশ্বাস হচ্ছিলনা। লুঙ্গী আর ছেঁড়া প্যান্ট পড়া কিছু তরুণ অপারেশন শেষে রোহিঙ্গা ভাষায়
(প্রায় চাঁটগাইয়্যা) যে প্রত্যয় ব্যাক্ত করেছে, স্বাধীন আরাকানের স্বপ্নের বাণী শুনিয়েছে তা অবিশ্বাস্য।
আমার বিশ্বাস একদিন এই অগোছালো স্বাধীনতাকামীদের হাত ধরেই স্বাধীন আরাকানের জম্ম নেবে । চট্রগ্রামের এবং কক্সবাজারের মানুষের বিশেষ দায়িত্ব রয়েছে এ ব্যাপারে । রোহিঙ্গাদের ভায়ের মত করে বুকে টেনে নিন। ওদের স্বপ্ন দেখার সাহস দিন এবং যতটা সম্ভব সাহায্যের হাত বাড়ান।
আমেরিকাতে বার্মা টাস্ক-ফোর্স (https://www.burmamuslims.org/) নামে একটি সংঘটন বেশ সক্রিয়। যারা পশ্চিমে আছেন তাঁরা আর্থিক ভাবে সাহায্য করুণ। বাংলাদেশে এই মুহুর্তে দলবদ্ধভাবে কিছু করতে গেলে জঙ্গী বানিয়ে মেরে ফেলবে। বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে যে যেখান থেকে পারেন রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। ওদেরকে স্বপ্নকে বাঁচতে দিন। ওদের ভবিষ্যৎ প্রজম্মকে বাঁচতে দিন।
আর আপনারা বেশি-বেশি রোহিঙ্গাদের পক্ষে লিখুন। ওদের স্বাধীনতার স্বপ্নকে প্রমোট করুণ। আন্তর্জাতিক অঙ্গণে ওদের কথা ছড়িয়ে দিন।
বিষয়: বিবিধ
৯৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারত তো এদেরকে গ্রহন করবেই না আর বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বাইরে গিয়ে রোহিঙ্গারা নাকি বাংলাদেশের জন্য বদনাম কুড়ায়।
ভারত পাশে থাকার পরও তামিলরা পারে নি , রোহিঙ্গাদের অবস্থা তো আরও খারাপ ।
মন্তব্য করতে লগইন করুন