হতভাগার জিজ্ঞাসা ১৫

লিখেছেন লিখেছেন হতভাগা ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪৬:২৭ দুপুর

১. গোসল করলে কি আর ওযু করা লাগে না ? বাসা বাড়িতে গোসলখানাতে ওযু করতে হয় - তাতে কি সমস্যা হবে ?

২. জামাতে নামাজ পড়ার সময় , বিশেষ করে জুম্মার নামাজে জায়গা না পেলে কি মাসজিদ সংলগ্ন বাড়িতে কাতার মিলিয়ে নামাজ পড়া যাবে ? মক্কাতে নামাজ পড়ার সময় অনেক ক্ষত্রে মার্কেটের ভিতর নামাজ পড়তে হয় ।

৩. মায়ের সম্পত্তিতে সন্তানদের অংশ কি রুপ ? পিতার ক্ষেত্রে যেরুপ সেরুপই?

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377898
২৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:৫১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ১। গোসল করলে ওজুর প্রয়োজন নেই। আপনি বোধহয় জানতে চেয়েছেন- টয়লেটে ওজু করা যাবে কিনা। হ্যাঁ, যাবে বলে জানি। তবে রেফারেন্স দিতে পারছি না বলে দুঃখিত।

৩।মৃত ব্যক্তি পুরুষ অথবা নারী যিনিই হোন না কেন, তার সম্পত্তিতে ছেলে মেয়ে একইভাবে সম্পত্তির মালিক হয়ে থাকেন। মৃত ব্যক্তির সন্তান-সন্ততি থাকে তবে স্বামী পাবে এক চতুর্থাংশ। এই সম্পত্তি স্বামীকে দান করার পর অবশিষ্ট সম্পত্তি ছেলে মেয়ের মধ্যে বাটোয়ারা হবে। ছেলেরা মৃতের উপরে সকল ক্ষেত্রেই সম্পদ পেয়ে থাকে, মৃত ব্যক্তির সম্পত্তির ক্ষেত্রে সকলের অংশ ভাগের পর অবশিষ্ট সকল অংশ ছেলে এবং মেয়ে পাবে। তবে এই ক্ষেত্রে ছেলে সম্পদে যে পরিমাণ অংশ পায় মেয়েরা সম্পদের উপরে ছেলের অর্ধেক পরিমাণ পাবে। যদি মেয়ে না থাকে তবে বাকী সম্পূর্ণ অংশ ছেলে পাবে। মেয়েঃ মুসলিম সম্পত্তি আইন অনুযায়ী একজন মেয়ে ৩ নিয়মে মৃতের সম্পদ পেয়ে থাকে। যদি একজন মেয়ে হয় তবে দুইভাগের একভাগ (১/২) পাবে। যদি একাধিক মেয়ে হয় তবে সবাইকে তিন ভাগের দুই ভাগ (২/৩) দেয়া হবে। যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে উভয়েই থাকে তবে ছেলে যে পরিমাণ পাবে মেয়ে তাঁর অর্ধেক পাবে।
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:২৬
313213
হতভাগা লিখেছেন : মাশা আল্লাহ ! ভালই লিখেছেন।
377914
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৭:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : নামাজের কাতারকে ডানে বামে উপরে নীচে যতদূর বিস্তৃত করা যায় করবে, অসুবিধা নাই তবে সামনে অর্থাৎ ইমামের আগে দাড়ানো যাবেনা।
আর হ্যাঁ, সে ঘরে যদি মালিক ছাড়াও বাইরের লোক সারিবদ্ধভাবে দাঁড়ায়, তাহলে অবশ্যই পর্দা মেইনটেইন করতে হবে।
আমার মনে হয় ঘরে না দাড়িয়ে বাইরে কোথাও জায়গা খুজেঁ নেয়া উচিৎ। কেননা যাদের ঘর মসজিদ সংলগ্ন, তারা এর সুযোগ নিতে পারে। মসজিদে না এসে ঘরেই দাড়াবে সকল ওয়াক্তের জামায়াতে
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:২৯
313214
হতভাগা লিখেছেন : টিভি চ্যানেলে যে মাসজিদুল হারামের 'এশা এর নামাজ দেখানো হয় সেটাতে কি জামায়াতে দাঁড়ানো যাবে?
২৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:২৩
313216
গাজী সালাউদ্দিন লিখেছেন : টিভিতে আমি তা দেখিনি, দেখলে বলতে পারতাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File