হতভাগার জিজ্ঞাসা ১৪
লিখেছেন লিখেছেন হতভাগা ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৩৮:৩৭ বিকাল
১.
নামাজে দাঁড়ানোর সময় পায়ের গোড়ালি ও পায়ের অগ্রভাগ কিবলামুখী করে দাড়ানো লাগে ।
অনেকে দেখি দুই পা কেই কোনাকুনি করে রাখে । এটা কি সঠিক ?
২.
দুই পায়ের মধ্যিখানে ৪ আঙ্গুলের ফাঁক থাকাতে হবে । এটা ছোটকাল থেকেই জেনে আসছিলাম ।
অনেককে দেখি প্রায় এক হাত ফাঁকা করে রাখে । কোনটা জায়েজ ?
৩.
ক - খ এর কাছ থেকে ২ লাখ টাকা ধার নিয়েছিল ২০ বছর আগে । বলেছিল ২/৩ বছরের মধ্যেই শোধ করে দেবে । ২০ বছর পর খ কি সেই ২ লাখ টাকা শোধ করবে নাকি তখনকার ২ লাখের এখনকার বাজার মূল্যের হিসেবে শোধ করবে ?
৪.
মক্কাতে বিশেষ করে হারাম শরীফের আশে পাশে নাকি কোন অমুসলিমরা ঢুকতে পারে না , প্রবেশ করলে নাকি তারা অন্ধ হয়ে যায় । (হজে থাকাকালীন শুনেছিলাম)।
বিষয়টা কি সত্য?
৫.
পর্দার ব্যাপারে - নারীদের পুরুষের দিকে তাকানো আর পুরুষদের নারীদের দিকে তাকানো - কোনটা বেশী বারণ করা আছে ?
নারীরা দাবী করে যে তারা তাকাতেই পারে কারণ, পুরুষদের প্রতি তাকালে তাদের সেক্স করার ইচ্ছা মাথা চাড়া দেয় না যেটা পুরুষদের হয় । পুরুষদের মত নারীদের মনে এরকম নোংরা চিন্তা মাথায় আসে না । তারা দেখে পুরুষটির বেশভূষা ও পার্সোনালিটি ।
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১)এমন না হওয়া উত্তম! তবে নামাজের ক্ষতি হবেনা!
২)উভয়টাই জায়েজ
৩)২লাখ টাকাই শোধ করবে, বেশী নয়!
৪)এমন আজগুবি কথা অতীতে শুনিনি, কোথাও পড়িনি, তাই জানি-ও না!
৫)উভয়ের জন্যই সমান নির্দেশনা- যদিও যুক্তির যোগান দেয়ার জন্য ইবলিশ সবখানেই হাজির থাকে!
আমাদের জ্ঞানচর্চা নিজের ও অপরের জন্য কল্যানকর ও বরকতময় হোক!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মক্কাতে বিশেষ করে হারাম শরীফের আশে পাশে কোন অমুসলিমরা ঢুকতে পারবে না- এটা ঠিক আছে!!
মক্কাতে বিশেষ করে হারাম শরীফের আশে পাশে কোন অমুসলিমরা ঢুকতে পারবে না- এটা ঠিক আছে!! ঐ সীমানাকেই "হারাম" বলা হয়
এ প্রসঙ্গে একটি হাদীসে বলা হয়েছে যে, বেহেশতের দরজার ওপর লেখা আছে দান বা খয়রাতের সওয়াব ১০ গুণ, আর কর্জে হাসানার সওয়াব ১৮ গুণ। দান বা খয়রাত ফেরত দিতে হয় না কিন্তু কর্জে হাসানা ফেরত দিতে হয়। কর্জে হাসানা ফেরত দেয়ার পরেও প্রায় দ্বিগুণ সওয়াব পাওয়ার কারণ আছে।
আশা করি ২০বছরের লাভটা বুঝে পেয়েছেন- যদি বাকির হিসাবে আস্থা থাকে!
মন্তব্য করতে লগইন করুন