এমন একটি বাক্য
লিখেছেন লিখেছেন শাহাদাত মাহমুদ সিদ্দিকী ১০ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:২৩:২৫ সন্ধ্যা
এমন একটি বাক্য শোনার জন্য বাংলাদেশ
এতোটা উদগ্রীব ছিল
কে জানতো?
কে জানতো পদ্মা মেঘনা প্রতীক্ষা করছে অর্ধ-শতাব্দী
এমন একটি বাক্য শুনবে বলে!
শুনবে বলে শরতের আকাশ উৎকর্ণ অহোরাত্র
এমন একটি বাক্য
যে বাক্যে আশ্রয় নিয়েছে একটি জাতির এক হাজার বছরের ইতিহাস
মজলুমের প্রতিরোধ বূহ্যের দূর্জয়ী দূর্গসমূহ
এবং উদ্বোধন করে গেছে আরো একটি বেদনার নীল নদ
যে নদ কখনও অতিক্রম করতে পারেনি, পারে না কোনো ফেরাউন
এমন একটি বাক্য
ধারণ করে আছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল বিস্তৃত
আরো একটি কারবালা
পেরুতে গিয়ে জালিম ভুলে যায় পুলসিরাতের কথা
তবু মুখ-থুবড়ে পড়ে যায় পড়ে থাকে রক্তাক্ত মাটিতে
এমন একটি বাক্য বেড়ে উঠবে বাংলাদেশে
কে জানতো? এমন একটি বাক্য
যে বাক্য ধারণ করে চির বসন্তী মুক্তির বিরহ
আগলে রাখে ইনসাফের সীমানা
এবং চিরহরিৎ মানবিক বিদ্রোহ
অমন একটি বাক্য নিরবধি রক্তের হরফে লিখে
আজ থেকে পৃথিবীর শেষ অবধি
বয়ে বেড়াবে বাংলাদেশ
প্রার্থনা করবে প্রভূ, এ ভূ-খন্ডকে বেহেশত বানাও
দেখো তোমার পবিত্র বাক্য হতে উৎসারিত এমন একটি বাক্য
সৌরভে আজও মাতোয়ারা করে রেখেছে তোমার পৃথিবী
'কেন ক্ষমা চাইবো আমি..বরং রাষ্ট্রপতির উচিৎ আমার কাছে ক্ষমা চাওয়া'
০৩.০৯.২০১৬
বিষয়: বিবিধ
৮৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন