হতভাগার জিজ্ঞাসা ১৩

লিখেছেন লিখেছেন হতভাগা ২৩ আগস্ট, ২০১৬, ০৩:১৭:০৭ দুপুর

১.

কুরবানী করা কাদের কাদের উপর ওয়াজিব এবং সেটার হিসেব কিভাবে হয় ?

২.

মহিলাদের পক্ষে কুরবানী কি মহিলারাই করবে , নাকি তাদের তরফ থেকে তাদের বাবা/স্বামী/ছেলেরা করিয়ে নেবে ? যদি তাদের সম্পত্তি থাকে বা চাকুরিজীবী হয় তাহলে হিসেব কিভাবে হবে ?

৩.

আযান শুরু হবার পর জামাত দাড়ানোর আগে যদি কেউ ফরয নামাজ পড়ে চলে যায় সেটা কি বেঠিক হবে ?

৪.

নামাজ কাযা হবার আশংকা থেকে যদি বাসে/ট্রেনে বসে নামাজ আদায় করার চেষ্টা করা হয় সেটা কি ঠিক হবে ?

৫.

নিজে নিজে যখন ফরজ নামাজ আদায় করা হয় তখন কি ফযর , মাগরিব ও 'ইশা এর প্রথম ২ রাকাত শব্দ করে পড়া লাগবে ?

৬.

ঘুম থেকে উঠতে উঠতে ফরয নামাজের সময় পার হয়ে গেল (সূর্য উঠার ৫/১০ মিনিট পর) । তখন কি কাল বিলম্ব না করে টয়লেট সেরে ওযু করে নামায আদায় করতে হবে নাকি সূর্যোদয়ের পর ২৩ মিনিট পার হওয়ার জন্য অপেক্ষা করা লাগবে ?

৭.

স্ত্রীর কাছে স্বামীর ভাইদের বিষয়ে বলা আছে যে তারা যেন ''মৃত্যু স্বরুপ'' (বেশ কয়েকবার শুনেছি যে এটা নাকি হাদিসেরই কথা)।

এটা কিভাবে ?

তাহলে স্বামীর কাছে স্ত্রীর বোনদের বিষয় কি রুপ ?

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376693
২৩ আগস্ট ২০১৬ দুপুর ০৩:৪৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ২ নং এর বিষয়ে আমারও জিজ্ঞাসা। ৩ নং ওজর অবস্থায় পারবে। ৪ নং শুধু বসে নয় প্রয়োজনে ইশারায়ও আদায় করা যাবে। কাযা করা চলবে না। তবে ভ্রমণে জোহর আসর নামায একসাথে(হয় জোহর নামায এর সাথে নয়তো আসর নামায এর সাথে) এবং একইভাবে মাগরিব এশা নামাজ একসাথে আদায় করা যাবে।

৬। সূর্য উঠার পরই আদায় করতে হবে। সূর্য উদয় হওয়ার সময় সালাত হারাম।
২৩ আগস্ট ২০১৬ বিকাল ০৪:২৪
312323
হতভাগা লিখেছেন : ৪. জোহর আসর এক সাথে আর মাগরিব 'ইশা একসাথে - এটা তো আরাফাতের (মুজদালেফারও) দিনই কেবল করা যায় জানতাম !

৬. ২৩ মিনিট অপেক্ষা করার ব্যাপারটা কিভাবে আসলো ? সূর্য উদয় হবার জন্য কত মিনিট সময় দেওয়া লাগবে - ঐ ২৩ মিনিটই?
২৩ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৩৮
312324
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ৪। এ বিষয়টি নিয়ে এখতেলাফ আছে। হাদীসমতে, হজের সময়ও ছাড়াও এভাবে পড়া যায়। তবে হানাফী মাযহাব মতে, আপনি যেটা বলেছেন সেটা।

৬। ২৩ মিনিট বিষয়টি সম্ভবত হানাফী মাযহাব অনুযায়ী সতর্কতা হিসেবে রাখা হয়েছে। সূর্য পরিপূর্ণভাবে উদিত হতে এ সময়টা লাগে- এই আর কি।
২৩ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৪২
312328
হতভাগা লিখেছেন : আবার আসরের সময়ও মানে সূর্য আস্ত যাবার সময়েও এরকম কিছু আছে শুনেছি।
376696
২৩ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৩৮
কুয়েত থেকে লিখেছেন : কুরবানির ইতিহাস অনেক পুরানো। আল্লাহর সন্তোষ্টির জন্য নিজের সামর্ত্য অনুজায়ি কুরবানি করা। পরিবারের সকলের পক্ষ থেকে একটা গরু অথবা একটা ছাগল দিয়ে কুরবানি দিলেও হয়ে যাবে। গরুর ক্ষেত্রে ৭ জনে মিলেও কোরবানি দিতে পারবে। এক জনের পক্ষে অন্য জনে কুরবানি দিতে পারে। জামায়াতের সওয়াব একা পড়ার চেয়ে ২৭ গুন বেশী সময় না থাকলে একা পড়ে নিবেন। সময় থাকতেই নামাজ পড়ে নিবেন যাতে কাযা না হয় যানবাহনে নামাজ পড়া যায়। একা নামাজে বেশী জোরে কেরাত না করে নিজের কানে যাতে সুনেন সে ভাবে পড়ে নিবেন। ঘুম থেকে উঠেই পড়ে নিবেন। আর স্বামীর ভাইদের বিষয়ে স্ত্রীর বোনদের বিষয়ে সর্তক করা হয়েছে কারন ওরা অনেক নিকটে চলে আসে। এত প্রশ্ন এক সাথে কেন..? ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৪৯
312330
হতভাগা লিখেছেন : মহিলারা কুরবানি নিজেদেরটা নিজেরা দিবে নাকি পুরুষদের উপর দিয়ে চালিয়ে দেওয়া যাবে ?
২৩ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:০৮
312334
কুয়েত থেকে লিখেছেন : নিজের সম্পদ থাকলে নিজেই আদায় করবেন অথবা কোন আপনজনে খুশিয়ে আদায় করলেও হবে।
২৪ আগস্ট ২০১৬ সকাল ০৮:০৬
312339
হতভাগা লিখেছেন : ভালই বলছেন । বোঝার উপর শাকের আঁটি।
376713
২৪ আগস্ট ২০১৬ রাত ০২:০৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
১)যার সামর্থ্য আছে!
২)নিজের সামর্থ্য থাকলে মহিলাকেও আলাদা কুরবানী করতে হবে! তবে পরিবারের পক্ষ থেকে একটা পশু দিলে সবার হয়ে যাবে!
৩)জরুরত থাকলে বৈধ, না হলে নয়!
৪)মোঃ ওহিদুল ইসলাম সঠিক জবাব দিয়েছেন!
৫)একাই পড়লে কমপক্ষে তাকবীরগুলো সশব্দে দিতে হবে, কিরায়াতও সশব্দে করা উত্তম!
৬)একটি বৃত্ত একটি রেখাকে অতিক্রম করার সময় বৃত্তের এক প্রান্ড় যখন রেখাটি স্পর্শ করে এবং অপর প্রান্ত যখন রেখার শেষ স্পর্শ থেকে বেরিয়ে যায়- এ সময়টুকুই সূর্যোদয় বা সূর্যাস্তের সময় বলা হয়! এটা প্রায় ২৩মিনিট! ঠিক মধ্যাহ্ন (যোহরের আগের নিষিদ্ধ সময়) এর অর্ধেক ১২মিনিট ধরা হয়!
৭)স্ত্রীর কাছে দেবর/ভাসুর এবং স্বামীর কাছে শ্যালিকা সমতূল্য!

কত নম্বর/জিপিএ পেলাম জানাবেন কিন্তু!!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২৪ আগস্ট ২০১৬ সকাল ০৮:১৪
312340
হতভাগা লিখেছেন : ১. সামর্থ্যের হিসাব কিভাবে হয় ? (যেমনটা বলা আছে যাকাতের বেলায়)

২. পরিবারের পক্ষ থেকে কি বাবা/ভাই/স্বামী দিতে বাধ্য সবসময়? (কারণ স্ত্রীদেরও সম্পত্তি থাকে)

৩. জরুরত হচ্ছে দুপুরের লান্চ (যোহরের সময়) - চলে গা ?

৪. ব্যাপারটা আরাফা ও মুজদালেফা অবস্থানের মত হয়ে গেল না ?(কোথায় হজের আহকাম আর কোথায় বেড়াতে যাওয়া বা অফিসিয়াল কাজে দৌড়ানো)

৫. সঠিকই মনে হল


আমি ভাই MCQ প্রচলনের আগের লোক । আপনাকে আগের আমলের ৭১৪ নম্বর দেওয়া গেল।
২৫ আগস্ট ২০১৬ রাত ০১:০৫
312366
আসমানি লিখেছেন : হি হি হি,
আপনি আসলেই হতভাগা, তাই MCQ পাননি।
২৫ আগস্ট ২০১৬ রাত ০১:২৪
312367
আবু সাইফ লিখেছেন : ১.মেহমান এলে হাতশূন্য অবস্থায় যেভাবে ম্যানেজ করা হয়- তেমন সামর্থকেও কুরবানী দেয়ার সামর্থ গণ্য করা যেতে পারে! মূল কথাটি মনে রাখা দরকার- আল্লাহতায়ালার কাছে ঐ দিনের সবচেয়ে প্রিয় আমল কুরবানী করা! অথচ কুরবানী করা ফরজ-ই নয়!!
২.স্ত্রীর সম্পদ ও সামর্থ থাকলে তাঁরও কুরবানী দিয়ে ঐ প্রিয়তম আমলের সুযোগ নেয়া কর্তব্য! যার মনে লোভ নেই তার জন্য এসব নয়! "ফালইয়াতানা-ফাসিল মুতানা-ফিসূন" [যারা অন্যদের ওপর প্রতিযোগিতায় জয়ী হতে চায় তারা যেন এই জিনিসটি হাসিল করার জন্য প্রতিযোগিতায় জয়ী হবার চেষ্টা করে৷] সূরা মুতাফফিফীন
৩.ডিউটির সময়ের সাথে যদি অন্য কোনভাবেই সমন্বয় করা না যায় তবে চলবে! কিন্তু সমন্বয় সম্ভব করার চেষ্টা করা জরুরী!
৪.আল্লাহতায়ালা বান্দার জন্য কিছু হাদিয়া দিয়েছেন, সেগুলো আনন্দচিত্তে গ্রহন করা উত্তম!!
**পূর্ণ নম্বর কত ছিল???
উত্তরপত্র পূণর্মূল্যায়নের সুযোগ নেই??

[জাযাকাল্লাহ Praying Praying ]

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File