আল'হামদুলিল্লাহ : আল্লাহ তার বান্দার ভালই হেফাজত করেছেন ।

লিখেছেন লিখেছেন হতভাগা ১৩ জুলাই, ২০১৬, ০৮:৪০:৩০ সকাল

জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগের সামান্যতম প্রমাণও মেলেনি : ভারতীয় গোয়েন্দা সংস্থা

*******************************************************************************************

ভারতীয় ইসলামিক স্কলার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানির অভিযোগের সামান্যতম প্রমাণও পাওয়া যায়নি বলে জানিয়েছে মহারাষ্ট্র স্টেইট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট (এসআইডি)। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে না বা তাকে গ্রেফতারের কোন কারণ নেই বলেও জানিয়েছে সংস্থাটি। ভারতের প্রভাবশালী গণমাধ্যম 'দ্য হিন্দু'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এসআইডি'র সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ভারতে এবং ভারতের বাইরে দেয়া জাকির নায়েকের শত শত বক্তৃতার ইউটিউব ভিডিওসহ অন্যান্য তথ্যাদি পরীক্ষা করেছে সংস্থাটি। যেখানে আইসিসের প্রসারে তার বক্তৃতা প্রভাব ফেলেছে বলে দাবি উঠেছে, সেই হায়দ্রাবাদের গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে তথ্য উপাত্ত নিয়ে সেগুলিও যাচাই করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর্যবেক্ষণ উপর মহলকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

"ইংরেজীভাষী এই ধর্ম প্রচারকের বিরুদ্ধে কোন অভিযোগেরই প্রমাণ মেলেনি। শুধুমাত্র যে সম্ভাব্য বিষয়টি বিবেচনায় নেয়া যায়, সেটি হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া। কিন্তু সেটিও তার বক্তৃতা থেকে প্রমাণ করা সম্ভব না। আমরা তার গতিবিধি নজরে রেখেছি। যদি তিনি তার অবস্থান থেকে কখনও সরে যান, কেবলমাত্র তখনই তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা সম্ভব। আপাতত, আমরা শুধু পর্যবেক্ষণে রেখেছি তাকে।"

জাকির নায়েকের সাবেক এক সহকর্মীর বক্তব্যও পর্যবেক্ষণ করা হয়েছে বলে জানান এসআইডি কর্মকর্তা। ওই ব্যক্তি এখন আর জাকির নায়েকের সঙ্গে কাজ করেন না। তিনি বলেছিলেন, "বক্তৃতা থেকে প্রাপ্ত অর্থ জাকির নায়েক শেয়ারবাজারে বিনিয়োগ করেন। শেয়ারবাজারে লাভের জন্যই তিনি 'বক্তৃতা বাণিজ্য' চালিয়ে যাচ্ছেন।" কিন্তু শেয়ারবাজারে বিনিয়োগ কোন অপরাধ হতে পারে না বলেও জানান ওই গোয়েন্দা কর্মকর্তা।

মুম্বাইয়ে জাকির নায়েকের সমর্থকরা বলেছেন, তার বিরুদ্ধে আনা একটি অভিযোগও সঠিক নয়। তার আইনজীবী মুবিন সোলকারের দাবি, তার বিরুদ্ধে কোন অভিযোগেরই সত্যতা নেই। এমনকি 'ঘৃণা ছড়ানো'র অভিযোগও পুরোপুরি মিথ্যা। সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগের তো প্রশ্নই ওঠে না।

http://www.amardeshonline.com/pages/details/2016/07/13/344029#.V4WjVdJ96M8

**********************************************************************************************

প্রতিক্রিয়া :

গুলশান ঘটনায় জাকির নায়েককে শুধু শুধু টেনে এনেছে ট্রান্সকম গ্রুপের পত্রিকা ডেইলি স্টার । যার ফলশ্রুতিতে আল্লাহর দয়াপ্রাপ্ত এই দাঈকে দুই সপ্তাহ বেশ ঝামেলার মধ্য দিয়েই যেতে হয়েছে । বিব্রতকর অবস্থায় পড়েছে উনাকে যারা পছন্দ করতেন উনার অসাধারণ বাগ্মীতার কারণে ( যেটা আল্লাহই তাকে দিয়েছেন) ।

মানুষকে সৎ পথে তথা আল্লাহর মনোনিত ইসলামের পথে আনার জন্য কাজ করে যাওয়া এই দাঈ ও তার প্রচার মাধ্যমকে কতই না হেনস্তার মধ্যে ফেলে দিয়েছে এই ডেইলি স্টার পত্রিকাটি ।

ভাল কথা বলা , মানুষকে ভাল ভাল উপদেশ দেওয়া এই চ্যানেলটি বন্ধ করা হয়েছে শুধু মাত্র অভিযোগের ভিত্তিতে । অথচ যেসব চ্যানেল , সিনেমা , গান , সিরিয়াল দেখে মানুষ বিপথে যায় ; নোংরা ও অশ্লীল কাজ করে , সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যেসব অনুষ্টান তথা চ্যানেল দায়ী সেগুলো দিবি্য চলে যাচ্ছে !

প্রমাণ হবার আগেই শুধু অভিযোগের ভিত্তিতেই যদি কোন চ্যালেন বন্ধ করতে হয় তাহলে তো ভারতীয় টিভি চ্যানেল অনেক আগে থেকেই বন্ধ হয়ে যাবার কথা । এটা বন্ধ করার জন্য আওয়াজও উঠেছিল তবে সেটা পিস টিভি বন্ধ করনেওয়ালাদের আওয়াজের কাছে কিছুই না ।

যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা ব্যাপারটাতে কোন প্রমাণই পায় নি সেখানে ছাগলের ৩নং বাচ্চার মত লাফানো বাংলাদেশের সাংবাদিক ও পত্রিকাওয়ালাদের তো এখন খেমা দেওয়া উচিত , উচিত সরি বলে সরকারকে পুনরায় পিস টিভি চালু করার জন্য চাপ দেওয়া ।

যদি না করে তাহলে বুঝতে হবে যে - তাদের ইনটেনশন ভাল ছিল না । তারা ভারতের চেয়েও বেশী ভারতীয় , তারা হিন্দুদের চেয়েও বেশী হিন্দু আর ''র'' এর চেয়েও কয়েক ধাপ এগিয়ে।

বিষয়: বিবিধ

১৬৩৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374511
১৩ জুলাই ২০১৬ সকাল ০৮:৪৬
তট রেখা লিখেছেন : শয়তানের কাছে নৈতিকতা আশা করা বোকামী। প্রথম আলো, ডেইলী স্টার, বাংলা ট্রিবিউন ইত্যাদী সংবাদ মাধ্যম গুলো সকল সচেতন মুত্তাকী মুসলমানের বর্জন করা উচিৎ।
১৩ জুলাই ২০১৬ সকাল ০৯:১৭
310679
হতভাগা লিখেছেন : এসব পত্রিকা বেশী বেশী করে পড়া উচিত , তাহলে শত্রুদের গতিবিধি বোঝা যাবে।
374513
১৩ জুলাই ২০১৬ সকাল ০৯:৩৫
নাবিক লিখেছেন : অসত্যের দাপট ক্ষণস্হায়ী, সত্যের দাপট চিরস্হায়ী।।
১৩ জুলাই ২০১৬ সকাল ০৯:৩৯
310681
হতভাগা লিখেছেন : দাপট বোঝা যাবে এরপরেও যদি পিস টিভি বন্ধ রাখে
374520
১৩ জুলাই ২০১৬ সকাল ১০:৪১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ডেইলী স্টার বলেছে, সর‍্যি, আমাদের বক্তব্যটি পুরোপুরি সঠিক নয়...... কিন্তু তার এই সর‍্যি দিয়ে তো পিচ টিভি আর চালু হচ্ছেনা। ধন্যবাদ।
১৩ জুলাই ২০১৬ সকাল ১১:১৫
310688
হতভাগা লিখেছেন : এরকম ওরা আগেও করেছিল - ২৯.১২.২০০৮ এ যেদিন নির্বাচন হয় সেইদিন সকাল ৭ টায় যখন প্রথম আলো হাতে পাই সেটাতে শিরোনাম হল ( লাল হরফে)

নিজামীর জামাতা টাকা ও মাইক্রোবাসসহ সিলেটে আটক , উদ্দেশ্য ভোটার ক্রয় করা ।



এই খবরটা তারা নির্বাচনের প্রথম কয়েকঘন্টা চাউর রেখেছিল । তার সুদূর প্রসারী প্রভাব এখন আমরা ভোগ করছি ।

WMD এর কথা বলে ইরাক আক্রমন করলেও পরে ব্লেয়ার বলেছিল যে ইনফরমেশনটা ভুল ছিল । এতে কি ইতিমধ্যে মারা যাওয়া ৬ লাখ ইরাকি জীবিত হয়ে উঠবে ?

ভুয়া খবর তথা গুজবে বিশ্বাসী বাংলাদেশীদেরকে ভূয়া খবর খাইয়ে সেটা থেকে ফায়দা উসূল করে নেওয়া আমাদের সাংবাদিকদের একটা বিশেষ যোগ্যতা।
১৩ জুলাই ২০১৬ সকাল ১১:২২
310691
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মূলত ডেইলী স্টার আর প্রথম আলোর দুই সম্পাদক হল জমজ ভাইয়ের মত। এই মানুষ গুলো কদাকার চরিত্রের অধিকারী। আমরা ছাত্রজীবন থেকেই এই দুটো কিটকে দেখে আসছি। তাদের গরিবী জীবন, তাদের পত্রিকা কেউ পড়ত না। উলফাদের টাকায় গড়ে উঠা এই পত্রিকা ও ধূর্ত সম্পাদক অতি অল্প সময়ে কিভাবে আকাশে উড়াল.....

মূলত ভারতের পক্ষে, ইসলাম ধর্মের বিপক্ষে, দেশের বিপক্ষে লিখার ওয়াদা দিয়েই তো টাকাটা সংগ্রহ হয়েছিল.... তাই দু'নম্বরী কাজটা আজও চলছে....
১৩ জুলাই ২০১৬ সকাল ১১:৫৫
310693
হতভাগা লিখেছেন : আমার কাছে এটা খুবই আশ্চর্য লাগে যে , যে উলফা ভারতবিরোধী সংগঠন সেই উলফাই টাকা খাটায় মতিআলয়ে !! আবার সেই মতি ভারতের পক্ষে সাফাই গায় ভারতবিরোধী উলফার টাকায় !!

এই ছেলে তো আগুন নিয়ে খেলছে Surprised
374523
১৩ জুলাই ২০১৬ সকাল ১১:৩৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : দিল্লী স্টার আর পঁচা আলু ইসলাম, দেশ ও জাতির বিরুদ্ধে জন্মলগ্ন হতেই ষড়যন্ত্র করে যাচ্ছে।
১৩ জুলাই ২০১৬ সকাল ১১:৫৬
310694
হতভাগা লিখেছেন : প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত আমাদের ।
374528
১৩ জুলাই ২০১৬ দুপুর ১২:৩১
সাদা লিখেছেন : জানিনা এর পরেও পীস টিভি চালু হবে কিনা।তবে সালমান এফ রহমানের বড় একটা পরীক্ষা হবে এ ক্ষেত্রে।দেখা যাক হাসিনা কাকে বেশি পছন্দ করেন-ইনুকে নাকি সালমানকে।
১৩ জুলাই ২০১৬ দুপুর ০১:৫২
310708
হতভাগা লিখেছেন : দরবেশও দেখলাম জাকির নায়েকের সাথে একটা পোজ দিয়েছিল ।

পুরাই অস্থির এক পিস আমাদের এই দরবেশ । উনি স্টক এক্সচেন্জের হেড ছিলেন অভিযুক্তের খাতায় থেকেও ।

দলবল নিয়ে নাকি সেখানে নামাজের ঈমামতিও করতেন !
374537
১৩ জুলাই ২০১৬ দুপুর ০২:৫১
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহর কথাই সর্ব উচ্ছে থাকবে। আর কাফেরদের কথা থাকবে সর্বনিন্মে। যারা সত্বিকারের দিনের দ্বায়ী তারা ফেৎনা ফাসাদ এবং জঙ্গীবাদের বিরুদ্ধেই থাকবে এটাই সভাবিক। জাকির নায়েক এক উচ্ছমানের দ্বিনের দ্বা'য়ী। আল্লাহতাকে হেফাজত করুন । আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
১৩ জুলাই ২০১৬ দুপুর ০৩:১৭
310724
হতভাগা লিখেছেন :


এটাই হচ্ছে আমাদের তথাকথিত আলেমদের দৈনন্দিন স্বাভাবিক কর্মযঝ্ঞ
374545
১৩ জুলাই ২০১৬ বিকাল ০৫:১০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ডাক্তার জাকির নায়েক হচ্ছে ইন্ডিয়ার জন্য সোনার ডিম পাড়া হাঁস। তাকে অপমান করে যে ভূল করেছে ল্যান্ডিয়ানরা আমার মনে হয় তা সাময়িক। অচিরেই ল্যান্ডিয়ানরা বুঝতে পারবে তাদের ভূল কোথায়?

আমি একটা জিনিস বুঝতে পারছি না মোদি সরকার ডাক্তার জাকির নায়েকের মতো বর্তমান সময়ে ভারতের জন্য এতো উপকারী একজন মানুষকে কেন অহেতুক বিতর্কীত করতে গেল? অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে ডাক্তার জাকির নায়েক মোদি সরকার এবং ভারতের মহা উপকারী মানুষ হলেন?
১) ডাক্তার জাকির নায়েক তাঁর ইসলামীক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির মাধ্যমে বিশ্বময় প্রচার করছে ভারত সেকুলার , পরমত সহিষ্ণু সব ধর্মের ও মতের মানুষের সম্প্রতির একটি অসাম্প্রদায়ীক দেশ। যদিও ভারতে মুসলমানদের উপরে অত্যাচারের ষ্টিমরোলার চালানো হচ্ছে।
২) মধ্যপ্রাচ্যে ভারতের যে একচেটিয়া শ্রমবাজার তার পিছনের কুশিলবতো ডাক্তার জাকির নায়েক।
৩) মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বে হালাল গরুর মাংস রফতানির একনম্বর অবস্থানে এখন ভারত তার পিছনেও ডাক্তার জাকির নায়েকের অবদান অনস্বিকার্য।
৪) গালফ মুসলিম দেশসমুহের উপরে ডাক্তার জাকির নায়েকের প্রভাব অপরিসীম বলে ভারত ডাক্তার জাকির নায়েকের বদৌলতে পাকিস্তানকে পিছনে ফেলে গালফ মুসলমান দেশের সাথে ব্যবসা বাণিজ্যে ইর্শান্বিত ভাবে এগিয়ে আছে।
৫) ডাক্তার জাকির নায়েককে সামনে রেখে ভারত মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে যেকোনো মুসলিম দেশের চেয়ে অগ্রগামী অবস্থানে আছে ।
তো আমি ঠিক বুঝতে পারছি না ডাক্তার জাকির নায়েকের মতো মোদি সরকার এবং ভারতের জন্য সোনার ডিম পাড়া এমন হাঁসকে মোদী সরকার বলিতে চড়াতে গিয়ে সমস্ত মুসলিম বিশ্বের বিরাগভাজন হবার মতো মহা শংকটে নিজেকে নিপতিত করবে অন্ততঃ আমার মন সায় দেয় না।
বিঃ দ্রঃ সাবেক বিডিয়ার প্রধান মেজর জেনারেল এলএম ফজলুর রহমানের স্ট্যাটাস।
১৩ জুলাই ২০১৬ রাত ০৮:০৬
310735
হতভাগা লিখেছেন : মোদী সরকার তার বিজেপির গোঁড়া সমর্থকদের আমোদিত করতে এই কাহিনী করেছে । হাজার হোক ভারত তো গনতান্ত্রিক দেশ , সংখ্যাগরিষ্টের মন মানসিকতাকে তো আর অবজ্ঞা করতে পারে না ।
374566
১৩ জুলাই ২০১৬ রাত ০৯:৪০
শেখের পোলা লিখেছেন : আপনার সাথে সহমত। আল্লাহ মাদ্রাসা পড়ুয়া ওলামাদের উপর আস্থা হিয়েছেন বলেই একজন নন মাদ্রাসায় পড়া ডাক্তারকে অসাধারণ স্মৃতি ও ধী শক্তি দিয়ে তার কাজে লাগিছেন, যাতে স্বঘোষীত নায়েবে রসুলদের পান খাওয়া মুখে চুন কালী লেগে গেছে। আল্লাহই তার মিশণ ও ভীষণকে এগিয়ে নেবেন। ধন্যবাদ।
১৪ জুলাই ২০১৬ সকাল ০৮:০৯
310753
হতভাগা লিখেছেন : মাদ্রাসায় পড়ুয়ারা তাদের ওস্তাদের দ্বারা প্রভাবিত । এসব ওস্তাদেরা জানে কম তবে বুঝে অনেক বেশী ।
১০ আগস্ট ২০১৬ রাত ০৩:০৯
311857
কুয়েত থেকে লিখেছেন : দুয়া রাখবেন জাঝাকাল্লাহ খইর।
374581
১৪ জুলাই ২০১৬ রাত ১২:২৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আমি নিজের ভেতরে প্রশ্নের মুখোমুখি হয়েছি বারবার!! ডাঃ জাকির নায়েককের কথায় নাকি জঙ্গি তৈরি হচ্ছে....! আমি ইউটিউবে আপলোডকৃত বাংলা ডাবিং করা তার সব ভিডিওই শুনেছি। কোন ভিডিওতে তিনি জঙ্গি উস্কানি মুলক কথা বলেছে বলেে মন হয়নি।

যখন দেখলাম পিসটিভি ভারতে বন্ধ করার আগেই বাংলাদেশে বন্ধ করা হলো। তখন হুছাট খেলাম!! বাংলাদেশের মিড়িয়া নিয়ন্ত্রকদের প্রতি ঘৃণা বাড়তে থাকলো।
১৪ জুলাই ২০১৬ সকাল ০৮:১০
310754
হতভাগা লিখেছেন : ওয়ালাইকুম আস্‌সালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু

সূর্যের চেয়ে বালির তাপ বেশী হয় । বাংলাদেশের প্রশাসন ভারতের চেয়েও বেশী ভারতীয় ।
১৪ জুলাই ২০১৬ বিকাল ০৪:৫৮
310779
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইন্নালিল্লাহ্।
১০ আগস্ট ২০১৬ রাত ০৩:১১
311858
কুয়েত থেকে লিখেছেন : দুয়া রাখবেন জাঝাকাল্লাহ খইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File