জাকির নায়েক ও মানুষের ভালোবাসা।

লিখেছেন লিখেছেন জাহিদ খান ১৩ জুলাই, ২০১৬, ০৭:৪৩:৫০ সকাল

(১)

একটা মুভিতে দেখলাম সাকিব খান অপু বিশ্বাস কে প্রোপজ করতেছে। অপু রাজি না। কারন সাকিব গরিব অার অপু বড়লোক। সাকিব খান অপুকে বলতেছে- "ভালোবাসা ধনী গরিব মানে না। ভালোবাসতে মন লাগে আর সেই মন থেকেই আমি তোমাকে ভালোবাসি।" কিন্তু অপু একদমে রাজি না। সাকিব অপুর জন্য প্রতিদিন তার বাসার সামনে গোলাপ নিয়ে হাজির হয়। অপু দূর থেকে সাকিব কে ইশারায় চলে যেতে বলে। হঠাৎ একদিন অপুর ভাই মিশা সাওদাগর এই দৃশ্য দেখে ফেলে। সাকিব কে খুব মারধর করে। অপুর মায়া হয়। রাতে সাকিব কে নিয়ে অনেক কিছু ভাবে। পরের দিন, অপু সাকিবের পথ চেয়ে আছে কিন্তু সাকিব আসে না। অতঃপর অপু সাকিবের বাসায় ঠিকানা জোগাড় করে, তার বাসায় চলে যায়। এবং তাদের মধ্যে প্রেম ভালোবাসা শুরু হয়।

(২)

যখন কাদের মোল্লার ফাঁসি হয় তখন ম্যাচে ছিলাম। জায়গাটার নাম প্রকাশ করছি না। শুনলাম শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে। মনটা ভিষণ খারাপ। এমন একটা বয়ষ্ক লোককে এভাবে ফাঁসি না দিলেও পারতো। আমি তখনও জামায়াত-শিবির বিদ্বেষী। কিন্তু সেদিন আবেগে তাদের পক্ষে স্টাটাস দিলাম। ভাবলাম জামায়াত যদি ৭১' এ এতোই খারাপ হতো। তাহলে আজ কেন তাদের ছাত্র সংগঠন 'শিবিরের' কর্মীরা এতো ভালো। আমি অন্য দলের রাজনৈতি করি। তবুও দেখা হলে সালাম দেয়, ভালোমন্দ জিঞ্জাসা করে। নিজের দলের ছেলেরা বেয়াদবি করলেও শিবিরের কোন ছেলেকে বেয়াদবি করতে দেখি নি। তখন থেকে আমার জামায়াত-শিবির বিদ্বেষী মন থেকে দূর হয়। এইতো কয়েক মাস আগে যখন জামায়াত নেতা "আলী আহসান মুজাহিদের" ফাঁসি হলো। পরে দেখতেছি- মনের অজান্তে খারাপ অনুভব করতে লাগলাম। আবার যখন ইউটিউবের কিছু ভিডিও দেখলাম- জানাযার নামাযে অনেক পুলিশ কাঁদতেছে। খুব হাসলাম। সত্যিই মানুষ চিরকাল পথভ্রষ্ট থাকতে পারে না।

(৩)

পিস টিভির সম্প্রচার অফ করা হয়েছে। কারনঃ

(ক) সব চ্যানেল যখন রমজানে "হাসান ভাইয়ের বিচি ভুনা কিংবা লিলি আপার মাংস ভুনা দেখায়। পিস টিভি তখন রমজানে রোজার ফজিলত নিয়ে আলোচনা করে।

(খ) অসভ্যতা আর বেহায়াপনার কারনে যখন মা বাবা ভাই বোন একত্রে কোন চ্যানেল দেখতে সাহস পায় না। তখন তারা পিস টিভি দেখে।

(গ) চ্যানেলগুলো যখন কনডমের বিজ্ঞাপন দিচ্ছে। পিস টিভি তখন বিজ্ঞাপন ছাড়াই চলছে।

(ঘ) চ্যানেলগুলো যখন ইসলাম নিয়ে মিথ্যাচার করছে। পিস টিভি তখন তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে, ইসলাম শান্তির ধর্ম হিসাবে প্রচার করছে।

পিস টিভি বন্ধের জন্য বাংলাদেশের মানুষের ষড়যন্ত্র রয়েছে। তাদের জন্য আমি লজ্জিত জাকির স্যার। আপনার উপর যত বেশী ষড়যন্ত্র, মিথ্যাচার, নির্যাতন হবে ততো আপনার প্রতি মানুষের ভালোবাসা বাড়বে। উপরের উদাহরণ দুইটি তার বাস্তব প্রমান।

পরিশেষে বলবো- "জাকির নায়েক সমগ্র মুসলিম জাহানে জন্য যেমন নেয়ামত তেমনি বিধর্মীদের জন্য আতঙ্ক।" #WeSupportZakirNaik

জাহিদ খান

১০-০৭-২০১৬

বিষয়: বিবিধ

৯১৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374567
১৩ জুলাই ২০১৬ রাত ০৯:৪৫
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ। মনে রাখতে হবে সমাজে নীরব দর্শকদের অংশটা কম নয়। এরা দেখেন শোনেন। নিজের বিবেক দিয়ে বিচার বিশ্লষণ করেন। অবশেষে যেদিকে ঝোঁকেন তারাই লাভবান হয় এদের অাচিত সমর্থনে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File