ব্লগের অবস্থা বেহাল
লিখেছেন লিখেছেন হতভাগা ৩১ মে, ২০১৬, ০৪:৩৪:৩২ বিকাল
এখন বিকাল সাড়ে চারটা (প্রায়) । আর ব্লগে ব্লগার আছেন মাত্র ১৪ জন । তার মধ্যে ৩/৪ জন মনে হয় প্রবাসী ব্লগার।
ব্লগে নিয়মিত যাদের উপস্থিত দেখা যেত , যাদের নিয়ে প্রায়শই আমি বিভিন্ন পোস্টে মন্তব্য করেছি সেই জুলিয়া আপু ও রবার্ট ভায়াও এখন নেই ।
অন্যদিকে মিজান ২০১৩ নিকের একজন (ওয়ান অব দ্যা আদিয়েস্ট ব্লগার)কে ইদানিং উপস্থিত দেখা যাচ্ছে । উনার লাস্ট পোস্ট সেই ৩ বছর আগেই ।
ব্লগের কি হয়ে গেল ? ব্লগটা মনে হয় পানসে হয়ে যাচ্ছে । নাকি ব্লগের উপর ব্যানের খড়গের ঢেলায় অনেকেই ঢুকতে পারতেছে না ।
এরকম নগন্য সংখ্যক উপস্থিতি নাগরিক ব্লগেই দেখা যায় বেশী ।
তবে ভিজিটর সংখ্যা খুব একটা খারাপ না । মনে হয় দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন খেলা জমে উঠবে এই আশায়।
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমস্যটা অনেকটা এমন 'মন্তব্য নাই তাই ভাল লেখকের লেখা নাই; আর ভাল লেখকের লেখা নাই তাই মন্তব্য নাই।
আর ব্লগে সরকারের সাফাই গাওয়ার জন্য ২/৩ জন ব্লগার থাকতে সরকার এটাতে হাত সেরকমভাবে দেয় বলেও মনে হয় না ।
টেকনিক্যাল সম্যা সামুতেও হয় ( দেখেন গিয়ে নোটিশে কি ঝুলিয়ে রেখেছে ) । মডুদের টেকনিক্যালি সাউন্ড হতে হবে।
বরং এসব ব্লগ থেকে সাধারণ মানুষের রিয়েকশন উনারা ফিল করতে পারেন । চামচারা তো উনাদেরকে সে সুযোগ দেয় না । ফলে বিরাট ইনফরমেশন গ্যাপের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
তবে মাত্রা ছাড়া কোন কিছুই তো সহ্য করার মত হয় না
ব্লগের চেয়ে ফেসবুক একটা নেশা জাতীয় জিনিস । এটার ভালরুপের চেয়ে খারাপ রুপ বেশী ।
আমার নামটা কিন্তু সবার উপরে, হুঁহ্
আ বা A দিয়ে শুরু বলে হয়ত
মডুরা মনে হয় অপি টাইপ খেলোয়াড়ের সন্ধানে সারা ডিজিটাল দুনিয়া চষে বেড়াচ্ছে
এটা ঠিক করতে পারলে পরিস্থিতি চেন্জ হতে শুরু করবে ইন শা আল্লাহ
এটা আর বেশী দিন চলবে না ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন