ঢাকার সঙ্গে হাইটেক পার্কের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে শাটল ট্রেন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩১ মে, ২০১৬, ০৫:৩০:৪৯ বিকাল
হাইটেক পার্কের যাতায়াত সুবিধা নিশ্চিত করাসহ পার্শ্ববর্তী এলাকার রেল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। দুই সেট ডেমোসহ অবকাঠামো কাজে ১৭১ কোটি টাকা ব্যয় করছে সরকার। ২০১৭ সালের ডিসেম্বর মধ্যেই এ ট্রেন চালু করা হবে। ঢাকা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে কালিয়াকৈর হাইটেক পার্ক। ২৩২ একর জমিতে মনোরম পরিবেশে গড়ে উঠছে পার্কটি। নয়নাভিরাম পার্কের বুক চিরে চলে গেছে রেলপথ। ঢাকার সঙ্গে পার্কের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একটি রেলওয়ে স্টেশন হচ্ছে। স্টেশনটি থেকে কালিয়াকৈর হাইটেক পার্ক ও ঢাকার মধ্যে ডিজেল ইলেকট্রিক শাটল ট্রেন চালু করা হবে। শুধু হাইটেক পার্কই নয়, এর আশেপাশের মানুষও ডেমো ট্রেনের সুবিধাভোগ করতে পারবেন। বর্তমানে হাইটেক পার্কের অবকাঠামোর কাজ এগিয়ে চলেছে। নির্মাণ করা হচ্ছে হেলিপ্যাডও। উঁচু উঁচু টিলা কেটে তৈরি করা হচ্ছে অন্যান্য অবকাঠামোও। এখানকার চারতলা বিশিষ্ট মূল প্রশাসনিক ভবন, গেটওয়ে, অভ্যন্তরীণ রাস্তা, বৈদ্যুতিক উপকেন্দ্র, টেলিফোন সাব এক্সচেঞ্জ, গভীর নলকূপসহ বিভিন্ন অবকাঠামোর কাজ প্রায় শেষের দিকে। যোগাযোগ আরও সহজ করতেই শাটল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। এ পার্কে বাংলাদেশেই তৈরি হবে স্মার্টফোন ও ল্যাপটপসহ নিত্যব্যবহার্য প্রযুক্তি নির্ভর পণ্য। দেশে নির্মিত সফটওয়্যার দিয়েই চলবে আমাদের ব্যাংক, বিমা, কলকারখানা, অফিস-আদালত। তৈরি হবে বিশ্বমানের পণ্য। লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। বাড়বে বৈদেশিক মুদ্রার মজুদ। কমবে মেধাপাচার। এ স্বপ্নকে সামনে রেখে ১৯৯৬ সালে স্বল্প পরিসরে আইটি পার্কের যাত্রা শুরু হয়েছিল।
বিষয়: বিবিধ
৮০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন