হাসো ! বাংলাদেশীরা , হাসো !

লিখেছেন লিখেছেন হতভাগা ২১ অক্টোবর, ২০১৫, ১০:১০:০৪ সকাল

শিবসেনা আবারও করে দেখাল । এবার তারা পিসিবি ও বিসিসিআই এর মিটিং পন্ড করে দিল , যাদের উদ্দেশ্য ছিল আবারও পাক-ভারত ক্রিকেট যুদ্ধ ফিরিয়ে আনা ।

এখন সেটা হয়ে গেল সূদুর পরাহত । ক্রিকেটপ্রেমী বিশেষ করে ভারত-পাকিস্তানের সমর্থকদের জন্য এটা মোটেই সুখকর নয় । আর ক্রিকেট নিয়ে ভারতে যারা ব্যবসা করে ব্যাপারটাতে তাদের জন্য একটা বড় মওকা হারিয়েই গেল ।

কিন্তু শিব সেনা বলে কথা ! এরা গত ১৯৯৯ তেও এর চেয়ে জঘন্য কাজ করেছিল । ১ম টেস্ট যে মাঠে হবে সেটার পিচ খুড়ে ফেলেছিল ।

তবুও তারা কোন হুমকি নয় বিদেশী অন্যদেশের সফরের জন্য এবং সফর চালিয়ে যাবার জন্য !


এদের তান্ডবের কারণে এবং হুমকির ফলে পাকিস্তানী আম্পায়ার আলিম দারকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে আইসিসি এবং সাবেক পাক-পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম ও শোয়েব আকতারকেও ফিরে যেতে হয়েছে ।

ওয়াসিম আকরাম ও শোয়েব আকতার দুজনেরই ইদানিংকার আচরণ দেখে মনে হয়েছিল , তারা মনে হয় ভারতীয়দের চেয়ে একটু বেশীই ভারতীয় ।

তবে আমার এই পোস্ট মূলত - আলিম

দারকে নিয়ে ।


আইসিসির টপ আম্পায়ারদের একজন এই দার । নিরপেক্ষ আম্পায়ার হিসেবে তার সুনাম ও কদর বেশী অন্যান্যদের তুলনায় । তার সিদ্ধান্তও বেশীর ভাগ সময়ই সঠিক থাকে ।

তবে এই বছরের বিশ্বকাপ থেকে দার বাংলাদেশের জন্য আম্পায়ার না হয়ে ভ্যাম্পায়ার হয়ে গেছেন । ভারতের সাথে কোয়ার্টার ফাইনালের খেলায় রোহিত শর্মার নিশ্চিত আউটটি উনি লেগ আম্পায়ার পজিশনে থেকে নো বল কল করেছিলেন (কোমরের উপরে ফুলটস ছিল মনে করে) । । সে সময়ে ৯০ রানে থাকা রোহিত ১৩৭ রান করেছিলেন । যেটা খেলার ফলাফলে মুখ্য প্রভাবই রেখেছিল ।



http://www.espncricinfo.com/ci/engine/current/match/656485.html?version=iframe

চিরশত্রু ভারতের জন্য এই কঠ্ঠিন পিরিত দেখানোর কারণ হতে পারে -

ভারত বিশ্ব ক্রিকেটে বেশ প্রভাবশালী দেশ । ক্রিকেটে থেকে এরা ভালই কামাই করে ব্যবসা করিয়ে ।

রোহিত কি মানের ব্যাটস্‌ম্যান তা দার ভাল করেই জানেন এবং এটাও জানেন ঐ মুহূর্তে তাকে আউট ঘোষনা করলে পরিস্থিতি তার জন্য কি হতে পারে ।

উনি রোহিতকে আউট না দিয়ে বাংলাদেশকে ক্ষেপিয়ে তুললেন । তিনি এটাও বুঝেন যে বাংলাদেশ এটা নিয়ে তেমন কিছুই করতে পারবে না ।

অফ সিজনে উনি আইপিএলে গিয়ে যেটা কামাই করতে পারবেন সেটা রোহিতকে আউট ঘোষনা করলে বন্ধ হয়ে যেত । বাংলাদেশের সাথে উনার সে রকম লেনা দেনা নেই ।

এভাবেই চলছিল দারের দাদাগিরি । তিনি আইসিসির আম্পায়ার হয়ে এলেন দক্ষিন আফ্রিকার সাথে আম্পায়ারবাজি করতে ।

কিন্তু ... নিয়তির কি নিষ্ঠুর প্রতিশোধ ! এই দারকেই এখন ভারত থেকে বের করে আনা হচ্ছে একদা তারই পক্ষপাতে ধন্য ভারতের কট্টরপন্হীদলের আচরনে ।

http://www.amardeshonline.com/pages/details/2015/10/21/307236

আকরাম , শোয়েব না হয় ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ (ক্রিকেট) করেছিলেন , দার তো বিচারক হয়ে ভারতের পক্ষে রায় ঘুরিয়ে দিয়েছিলেন !

উপকারীর প্রতি কি চরম অকৃতজ্ঞতা !!!!

বাংলাদেশের মানুষ - আমরা এখন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি । আলিম দার তার কৃত কর্মের জন্য প্রাপ্য পুরষ্কারই পেল ।

বিষয়: বিবিধ

১৪৭১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346649
২১ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া ক্রিকেট নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই। পশ্চিমে ইজরাইলের সবচেয়ে বড় বন্ধু হল আমেরিকা যা দিয়ে সে মধ্যপ্রাচ্যকে ধ্বংশস্তুপে পরিণত করে রেখেছে আর এশিয়ায় তার সবচেয়ে বড় বন্ধু হল ভারত যা দিয়ে সে পাকিস্তান দখল করাতে চায় কারণ মুসলিম দেশগুলির মাঝে পাকিস্তানই পরমাণু শক্তিধর। আমাদের ভূখন্ডও এ যুদ্ধের অংশিদার কাজেই সেটাই বেশি গুরুত্বপূর্ণ আর ভয়ের।
২১ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫১
287764
হতভাগা লিখেছেন : বর্তমান বিশ্বে এক দেশ আরেক দেশকে দখল করে না । দখল করে তার বাজার এবং লুট করে তার সম্পত্তি ।

পেরেছে কি আমেরিকা ইরাক আফগানিস্তানকে দখল করতে ? গিলতে পারলেও হজম করতে গিয়ে সমস্যায় পড়ে গেছে ।

ভারত চাইলে পারবে বাংলাদেশকে দখল করতে , কিন্তু হজম করতে গেলেই বিপদে পড়বে । এটা শুধু বাংলাদেশ না - মালদ্বীপ , শ্রী লংকা , ভূটানের মত দেশের জন্যও প্রযোজ্য ।
346655
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৯
দ্য স্লেভ লিখেছেন : আলিমদারকে বাদ দিয়ে আমাকে নিক...
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৮
287768
হতভাগা লিখেছেন : ভারতের এপ্রুভাল লাগবে
346658
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৯
ইয়াফি লিখেছেন : শিবসেনা হচ্ছে ভারতের আদরের দুষ্ট ছেলে। যাদের দুষ্টমিতে ঘরের কতা-কর্ত্রী মজা পায়!
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০২
287808
হতভাগা লিখেছেন : ওরা এখনও অবুঝ , দুধের শিশু
346661
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



কর্মফল তো সবাই পায়, পাবে নিশ্চিত
কারো কারোটা একটু তাড়াতাড়িই দেখা যায়!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৩
287809
হতভাগা লিখেছেন : ২০১৬ এর টি২০ ওয়ার্লড কাপে সে থাকে কি না সেটাই দেখার ইচ্ছে আছে - ইন শা আল্লাহ
346673
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৮
অবাক মুসাফীর লিখেছেন : শিবসেনা কারা ?? O.o
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৮
287814
হতভাগা লিখেছেন : উগ্র হিন্দুদের সংগঠন । পুরাই অস্থির এবং মাথা নষ্ট একটা সংগঠন ।
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৪০
287815
হতভাগা লিখেছেন : উগ্র হিন্দুদের সংগঠন । পুরাই অস্থির এবং মাথা নষ্ট একটা সংগঠন ।
346682
২১ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৪৯
পুস্পগন্ধা লিখেছেন :
শিব সেনারা দুস্ট ছেলে, ওরা না হয় দুস্টামী করে মাঠ টা একটু খুরে দিয়েছিল তাতে কি হয়েছে .....
২৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:০২
288406
হতভাগা লিখেছেন : এসব দুষ্টু পোলাপানদের কড়া সাইজ দিতে হবে


346782
২২ অক্টোবর ২০১৫ রাত ০২:৩২
শিকারিমন লিখেছেন : এক সময় আলিম্দার কে খুব ই পছন্দ করতাম। কিন্তু আমাদের সাথে যা না করল সে।
ব্যাপার না ............. এখন সে অতি উত্তম প্রতিদান পাচ্ছে।
২৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৩
288407
হতভাগা লিখেছেন : আর ভারতও রান বন্যায় ভেসে গেছে
350159
১৮ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : লীগের নেতাদের যেমন ৭ খুন ও মাফ হয়ে যায়, তেমনি ভারতে যদি আরোও বড় ধরনের কোন ঘটনাও ঘটে তবুও কিছুই হবেনা....
ধন্যবাদ আপনাকে
351028
২৩ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৮
বার্তা কেন্দ্র লিখেছেন : ভারতে আছে শিব সেনা আর বাংলাদেশে আছে বঙ্গ সেনা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File