চাচাকা ভাতিজা
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২১ অক্টোবর, ২০১৫, ০৯:৪৫:৪১ সকাল
চাচা, তালগাছ তলায় বসে আছো....
: তালগাছ তলায় বসব নাতো কি জামগাছ তলায় বসব নাকি ?
:না মানে এখন তো তাল পাকার সময়, মাথায় তাল পড়বে..
:বসে আছি তালগাছ তলায়,মাথায় কি আম পড়বে নাকি ??
আচ্ছা যাক সে কথা ,চাচা বাজারে গিয়েছিলাম...
:যাবি না ! ঘরে বসে থাকবি নাকি ?
:নিয়ে গিয়েছিলাম একটা কুমড়া
: যাবিনা ! বাজারে কি খালি হাতে যাবি নাকি ?
: গিয়ে বসলাম পাকা মেইন রাস্তার পাশে...
:বসবি না ! তুই আমার ভাতিজা হয়ে কি চিপা গলির মধ্যে বসবি নাকি ?
: এক লোক এসে কুমড়া দেখল
:দেখবে না ! এত সুন্দর কুমড়া...
:দাম জিজ্ঞেস করল..
:জিজ্ঞেস করবে না ! এমনেই সওদা নিবে নাকি ??
:আমি ৫০ টাকা দাম বললাম...
:বলবি না ! এত বড় কুমড়া ৫০ টাকা চাইবি না ??
:লোকটা বলল ৫টাকা..
:বলবে না ! এত ছোট জিনিস ৫টাকার বেশী দাম হয় ??
:আমিও বললাম বাপের জম্মে কুমড়া খাইছো কোনো দিন ?
:বলবি না ! এত বড় কুমড়ার দাম কোন ইনসাফে ৫ টাকা কয়...
:এরপর একজন পুলিশ আসল..
:আসবে না ! তুই লোকটাকে অপমান করছিস না !!
:পুলিশ এসে কুমড়াটার দাম জিজ্ঞেস কলল..
:করবে না ! পুলিশ বলে কি মাগনা দিবি নাকি ?
:আমি বললাম ৫০ টাকা..
:চাইবি না ! এতবড় কুমড়া ৫০ টাকা চাইবি না ?
:পুলিশ বলল ৫ টাকা..
:বলবে না ! পুলিশ বলে কি সে বাজার দর জানেনা ??
:আমিও বলছি, বাপের জম্মে কুমড়া খাইছেন মিয়া ??
:বলবি না ! পুলিশ বলে ভয় পাবি নাকি ??
:পুলিশ আমাকে থানায় নিয়ে গেল..
:নিবে না ! তুই পুলিশের সাথে বেয়াদবি করছিস না !
:এরপর বড় দারোগা আসল..
:আসবে না ! এ তো ঝামেলার শুরু..তুই আরো ঝামেলায় পড়বি...
:কিন্তু দারোগা আমাকে ছেড়ে দিল...
ছাড়বে না ! তুই যে আমার ভাতিজা !!
বিষয়: বিবিধ
১৪৪৪ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে
সরি, আমি খেয়াল করি নাই ।ধন্যবাদ ভুলটা দেহরিয়ে দেওয়ার জন্য ।
লিখবেনই তো ! পুটির মাকে ইম্প্রেস করতে হবে না !
ইম্প্রেস হবেই তো! আপনি লিখেছেন না!
মাঝে মাঝে ঘুমিয়ে যাই, আর কি !!!!!!!
সেই ভাতিজা কি আপনি???
আমি হব কেন? আমি কি নাপিত?
আপনি কি পুটির বাপ?
বিয়েই করিনি, বাপ হতে যাব কেন?
কিন্তু লেখাটা কি পল্লি কবি জসীম উদ্দিনের বাঙ্গালীর হাসির গল্প থেকে প্যারোডি করা না।
মন্তব্য করতে লগইন করুন