মহামুল্যবান Message
লিখেছেন লিখেছেন হতভাগা ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৬:৩১ সন্ধ্যা
কিছুক্ষন আগে Govt Info থেকে একটা ম্যাসেজ আসলো বাংলা ascent এ ইংরেজিতে লিখা
বিদ্যমান টিউশন ফি এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ভ্যাট পরিশোধ করার দ্বায়িত্ব সম্পূর্ণরুপে বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের , ছাত্রদের নয় - এনবিআর
যে কোন কিছুর উপর ভ্যাট ধরলে উতপাদনকারীরা ও বিক্রেতারা সেটা কার উপর দিয়ে চালিয়ে দেয় , নিজেদের উপর দিয়ে?
যে কোন রেস্টুরেন্টে খেতে গেলে ১৫% ভ্যাট কে দেয়, রেস্টুরেন্টের মালিক ?
শপিং মলে বাজার করতে গেলে যে ভ্যাট আসে সেটা কে দেয় ?
বিদ্যুত বিলে যে ভ্যাট আসে সেটা কে বাড়ির মালিক দেয় , নাকি ভাড়াটিয়া ?
এখন যে ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর দ্বায়িত্ব পরিশোধ করার সেই টাকা তারা কার কাছ থেকে জোগাড় করবে / করে থাকে ?
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওরা সবকিছু বুঝে বাকিরা.....!!!
মেসেজটি সিদ্ধান্ত থেকে পিছু হাঁটার প্রাথমিক আত্ম চিৎকার। এর পরে প্রকাশিত হবে পুরাপুরি পিছু হাঁটার হাহাকার।
ধন্যবাদ।
না হলে আত্মবিধ্বংশী এমন কর্ম করে কী ভাবে?
ডিজিটাল চেতনার এ কি আরেপ রুপ???
বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ছাত্রদের নিকট থেকেই তো ভ্যাট আদায় করে সরকারকে দেবে।
মন্তব্য করতে লগইন করুন